শচীনের শতক – DW – 16.03.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচীনের শতক

১৬ মার্চ ২০১২

আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে শত রানের শতকে পৌঁছে গেছেন ‘লিটল মাস্টার' শচীন তেন্ডুলকর৷ ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম এই রেকর্ড করলেন৷

https://p.dw.com/p/14LdJ
ছবি: AP

শচীনের এই শততম সেঞ্চুরিটি হয় হয় করেও হয়নি গত একটি বছর৷ ক্রিকেটের এই রাজপুত্তুরের সে দীর্ঘ অপেক্ষা ঘুচেছে আজ৷ এশিয়া কাপের চতুর্থ ম্যাচে বাংলাদেশ বনাম ভারতের খেলায় নিজের শততম শতকের দেখা পেয়েছেন তিনি৷

শেষ খবর পাওয়া পর্যন্ত, ৪৬ ওভারে ২ উইকেট হারিয়ে এই মুহূর্তে ভারতের সংগ্রহ মোট ২৫৭ রান৷

ক্রিজ আগলে ব্যাটিং করছেন ‘লিটল মাস্টার' শচীন তেন্ডুলকর ও সুরেশ রায়না৷ আর এর-ই মধ্যে সাজঘরে ফিরে গেছেন ওপেনার গৌতম গম্ভীর (১১) ও বিরাট কোহলি (৬৬)৷

Sydney Cricket Stadion
শচীনের এই শততম সেঞ্চুরিটি হয় হয় করেও হয়নি গত একটি বছরছবি: AP

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ৷

নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ৷ তাই এশিয়া কাপের আজকের খেলাটি বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই৷ স্বাভাবিকভাবেই এ খেলায় জয় পাবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করবে তারা৷

কিন্তু যদি ভারত জিতে যায়, তাহলে নিজেদের একটি ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে ফেলবে তারা৷ আর পাকিস্তান তো এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে ইতিমধ্যেই৷ এশিয়া কাপের এবারের আসরে দু'টি খেলায় মোট নয় পয়েন্ট অর্জন করে এখন পাকিস্তানই শীর্ষ অবস্থানে রয়েছে ৷

তাই, আজ যদি ভারত জিতে যায়, তাহলে ফাইনাল খেলাটা বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও এবারের শীর্ষ পয়েন্টধারী দল পাকিস্তানের মধ্যেই হবে৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য