মেয়েদের জন্য স্পোর্টস – DW – 10.04.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের জন্য স্পোর্টস

১০ এপ্রিল ২০১৪

শুরা পরিষদ মেয়েদের সরকারি স্কুলে খেলাধুলার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে৷ তবে পরিধান ও স্ত্রী-পুরুষের ব্যবধান সংক্রান্ত শরিয়া নিয়ম বজায় থাকবে৷ বেসরকারি স্কুলে এ নিষেধাজ্ঞা মে মাসেই তুলে নেয়া হয়৷

https://p.dw.com/p/1BeUC
ছবি: Omar Salem/AFP/Getty Images

মনে রাখা দরকার, সৌদি আরব অলিম্পিক্সে প্রথম মহিলা অ্যাথলিট পাঠায় ২০১২ সালে, তা-ও মাত্র দু'জন৷ শরিয়া আইনের রক্ষণশীল ব্যাখ্যার ফলে সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানো নিষেধ; বিদেশযাত্রা, চাকরি করা কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে কোনো পুরুষ আত্মীয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে৷ তবুও রাজা আব্দুল্লাহ নারী অধিকারের উন্নতি ঘটানোর যে সতর্ক প্রচেষ্টা চালাচ্ছেন, তা অধিকাংশ ক্ষেত্রে রক্ষণশীলদের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে৷

শুরা পরিষদ নিয়োগ করেন নৃপতি স্বয়ং৷ পরিষদের সিদ্ধান্ত সরকারের জন্য বাধ্যতামূলক নয়৷ তবুও সৌদি আরবে তার গুরুত্ব আছে, কেননা পরিষদই হলো একমাত্র সরকারি প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন স্পর্শকাতর সামাজিক প্রশ্নে নতুন আইন অথবা সরকারি নীতি নিয়ে প্রকাশ্যে আলোচনা চলে৷ রাজা আব্দুল্লাহ ঠিক এক বছর আগে এই ১৫০ সদস্য-বিশিষ্ট পরিষদে ৩০ জন মহিলাকে নিয়োগ করেছেন৷

Olympia 2012 800m-Lauf Sarah Attar
ছবি: Reuters

শুরা পরিষদের শুনানিতে মেয়েদের স্কুল স্পোর্টসের সপক্ষে ও বিপক্ষে নানা যুক্তি পেশ করা হয়৷ সপক্ষে যাঁরা, তাঁরা সৌদি সমাজে মেদবাহুল্যজনিত রোগ বৃদ্ধির কথা বলেছেন, বিশেষ করে মেয়েদের মধ্যে৷ মেয়েদের স্কুলে স্পোর্টস ইনস্ট্রাক্টর হিসেবেও অনেকে কাজ পাবে৷ বিরোধীদের মূল যুক্তি: ছেলেদের স্কুলে স্পোর্টস থাকা সত্ত্বেও ছেলেদের মধ্যে স্থূলতা কিছুমাত্র কমেছে কি? বিরোধীদের আরো যুক্তি: মেয়েদের সরকারি স্কুলগুলিতে খেলাধুলার সরঞ্জাম নেই৷

শুরা পরিষদ সব পক্ষের যুক্তি বিবেচনা করে রায় দিয়েছে যে, মেয়েদের স্কুল স্পোর্টস শরিয়ার বিরোধী নয়৷ শরিয়ায় নির্দিষ্ট সীমানার মধ্যে মেয়েদের খেলাধুলার অধিকার আছে, বলেছেন গ্র্যান্ড মুফতি শেখ আবদেল আজিজ বিন বাজ স্বয়ং৷ অপরদিকে এ কথাও ঠিক যে, এই সৌদি সরকারই ২০০৯ ও ২০১০ সালে মেয়েদের জন্য বেসরকারি ‘জিম' অর্থাৎ শরীরচর্চা কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন৷ আর প্রকাশ্য স্থানে স্ত্রী-পুরুষের মেলামেশা নিষিদ্ধ হওয়ায় মহিলাদের কোনো ক্রীড়াঙ্গণে যাওয়া বস্তুত নিষিদ্ধ৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য