সুয়ারেজের গোলে বিশ্বকাপের বাইরে মিশর, সৌদি – DW – 20.06.2018
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুয়ারেজের গোলে বিশ্বকাপের বাইরে মিশর, সৌদি

২০ জুন ২০১৮

সুয়ারেজের একমাত্র গোলে শেষ ষোল নিশ্চিত করলো উরুগুয়ে৷ ফলে গ্রুপ পর্বের একটি করে ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো গ্রুপ এ-র দল মিশর এবং সৌদি আরবের৷

https://p.dw.com/p/2zx6o
Russland WM 2018 l Uruguay vs Saudi-Arabien 1:0 - Luis Suarez
ছবি: Reuters/M. Rossi

উরুগুয়ে-সৌদি আরব

এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে-সৌদি আরব, দুটোই প্রীতি ম্যাচে৷ কোনবারই সৌদি আরবকে হারাতে পারেনি উরুগুয়ে৷ এক ম্যাচ ড্র, অন্যটিতে জয় তুলে নেয় সৌদি আরব৷

কিন্তু বিশ্বকাপে দুদলের প্রথম দেখায় হার মানতে হলো সৌদি আরবকে৷ ২৩ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে ছোট্ট ভলিতে জালে বল জড়ান লুইজ সুয়ারেজ৷ আর এতেই নির্ধারণ হয় গ্রুপের ভাগ্য

স্পেন-ইরান

এদিকে গ্রুপ বি-তে ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হলো ইরান এবং স্পেন৷

পর্তুগালের সাথে দুর্দান্ত খেলে ৩-৩ গোলে ড্র করলেও প্রথমার্ধে স্পেনকে রুখে দেয় এশিয়ার দেশটি৷

ইরানের রক্ষণভাগ দক্ষতার সঙ্গে রুখে দেয় সব সংগঠিত আক্রমণ৷ ফলে ম্যাচের প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বল স্পেনের দখলে থাকলেও গোল হয়নি একটিও৷ পুরোটা সময় গোলপোস্টে কেবল একটি শট নিতে পেরেছেন স্পেনের খেলোয়াড়েরা৷

কিন্তু দ্বিতীয়ার্ধে আর আটকে রাখা যায়নি ডিয়েগো কস্তাকে৷ ৫৪ মিনিটে ইনিয়েস্তার দুর্দান্ত পাস দখলে নিয়ে নিমেষেই জালে বল জড়ান কস্তা৷

Russland WM 2018 l Spanien vs Iran
ছবি: picture-alliance/E.Hoshiko

পরিসংখ্যান বলছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত গোলমুখে কেবল তিনটি শটই নিয়েছেন কস্তা, যার তিনটিই পরিণতি পেয়েছে প্রতিপক্ষের জালে৷

এই এক গোলই ব্যবধান গড়ে দেয় দুই দলের মধ্যে৷ এরপর রক্ষণভাগকে আরো জমাট করে স্পেনের গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা আটকে দিলেও, সমতা আর ফেরাতে পারেনি ইরান৷

তবে মরোক্কোকে হারানোয় ৩ পয়েন্ট আছে ইরানের ঝুলিতে৷ ফলে গ্রুপ বি-তে স্পেন এবং পর্তুগাল সমান ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করলেও কোন দুই দল শেষ ষোলতে যাচ্ছে, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে পর্তুগাল-ইরান এবং স্পেন-মরক্কো ম্যাচের দিকেই৷

পর্তুগাল-মরক্কো

বিশ্বকাপে এর আগে একবারই মোলাকাত হয়েছিল দুই দলের৷ ৩-১ গোলে পর্তুগালকে উড়িয়ে দিয়েছিল মরক্কো৷ সেটিই ছিল বিশ্বকাপে দেশটির প্রথম জয়৷ কিন্তু এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারল না মরক্কো৷

বল দখলে এগিয়ে মরক্কোই৷ গোলে শট নেয়ার ক্ষেত্রেও সমান সমান৷ কিন্তু তারপরও ফল গেল পর্তুগালের পক্ষেই৷ একমাত্র গোলে ব্যবধান গড়ে দিলেন রোনাল্ডো

খেলা শুরুর পর কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে মরক্কো৷ মাত্র ৪ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক ডাইভ দিয়ে মাথা ছোঁয়ান রোনাল্ডো৷ এই গোলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য৷

Russland WM 2018 | Portugal vs Marokko - Tor - 1:0
ছবি: Reuters/C. Recine

তবে গোল শোধ করার জন্য পুরোটা সময় মরিয়া চেষ্টা চালায় মরক্কো৷ সুযোগও আসে বেশ কয়েকবার৷ কিন্তু ভালো স্কোরারের অভাবে ফিনিশিং দিতে পারলো না মরক্কো৷ টানা দুই হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া নিশ্চিত হলো আফ্রিকার এই দেশটির৷

এখন পর্যন্ত বিশ্বকাপে পর্তুগালের করা ৪ গোলের সবগুলোই রোনাল্ডোর৷ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ১৩৷ ১৯৫৮ সালে ফ্রান্সের জাস্ট ফঁতে এ রেকর্ড গড়েছিলেন৷ রোনাল্ডোর মতো তিনিও প্রথম ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক৷ রোনাল্ডো কি পারবেন ৬০ বছরের পুরনো সেই রেকর্ড ভাঙতে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য