সু চির ঘুস নেওয়ার অভিযোগকে কৌতুক বললেন আইনজীবী – DW – 12.03.2021
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সু চির ঘুস নেওয়ার অভিযোগকে কৌতুক বললেন আইনজীবী

১২ মার্চ ২০২১

অং সান সু চি ক্ষমতায় থাকাকালে সোনাসহ ৬ লাখ ডলার ঘুস নেওয়ার অভিযোগ এনেছে মিয়ানমারের সামরিক জান্তা৷ নোবেলজয়ী নেত্রীর বিরুদ্ধে আনা এই অভিযোগ কৌতুক বলে উড়িয়ে দিয়েছেন তাঁর এক আইনজীবী৷

https://p.dw.com/p/3qWdt
Myanmar Yangon Proteste
ছবি: AP/picture alliance

আইনজীবী খিন মং জ  সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘‘এই অভিযোগ হচ্ছে সবচেয়ে মজার কৌতুক৷ তার অন্য দুর্বলতা থাকতে পারে, তবে নৈতিকতার ক্ষেত্রে দুর্বলতা নেই৷’’ বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগের কথা জানান৷

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-র নেত্রী সু চি-কে এমনিতেই অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি ও করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অবজ্ঞাসহ চারটি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে৷ এর সঙ্গে দুর্নীতির অভিযোগ জুড়লে সু চি-র বড় ধরনের সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি ভয়াবহ সময় পার করছে৷ নেপিডো, ইয়াংগন, মান্দালয়সহ দেশটির অসংখ্য শহরে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছে৷ বিক্ষোভ দমনে পুলিশ ও সেনাবাহিনীকে নিয়মিতই কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়তে হচ্ছে৷

বৃহস্পতিবার ১২ জন নিহত হওয়ায় চলমান বিক্ষোভে মোট নিহতের সংখ্যা ৭০ জনেরও বেশি বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য