সিরিয়া সংকট – DW – 26.07.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

২৬ জুলাই ২০১২

সিরিয়ার সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ সভায় একক প্রস্তাবনা পেশ করতে যাচ্ছে আরব দেশগুলো৷ তারা সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় জাতিসংঘে একটি প্রস্তাব অনুমোদন করতে চায়৷

https://p.dw.com/p/15eq5
ছবি: Reuters

মধ্যপ্রাচ্য বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিতর্কে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দাল্লাহ আল-মুয়াল্লিমি এবং কাতারের কূটনীতিক আব্দুলরাহমান আল-হামাদি বলেন, তাঁরা ১৯৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের বৈঠক থেকে সিরিয়ার সংকট সমাধানে একটি কর্মপন্থা পেতে চান৷ কারণ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের সুযোগ থাকায় সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের চেষ্টা তিন দফা ব্যর্থ হয়েছে৷ আর সাধারণ পরিষদে যেহেতু ভেটো প্রদানের সুযোগ নেই, তাই সেখানেই এ ব্যাপারে প্রস্তাবনা অনুমোদনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন আরব দেশগুলোর প্রতিনিধিরা৷

Syrien / Panzer / Moschee
সিরিয়ায় ধ্বংসলীলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে নাছবি: Reuters

এদিকে, সারায়েভো'তে বসনিয়ার সংসদে এক বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেছেন, ‘‘সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠী এক পরীক্ষার মধ্যে রয়েছে৷ অথচ সিরিয়ার ব্যাপারে ঐকমত্যে না পৌঁছানো পর্যন্ত সেখানে রক্তক্ষয় চলতেই থাকবে৷ যতক্ষণ কোন পদক্ষেপ গ্রহণ করা না যাচ্ছে ততোদিন ধরে শুধু হত্যাযজ্ঞ চলতেই থাকবে৷ তাই আমি বিশ্বের কাছে আবেদন জানাই - আর দেরি করবেন না৷ ঐকমত্যে আসুন৷ সিরিয়ায় হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ নিন৷''

অন্যদিকে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের সাথে বিদেশি ইসলামি যোদ্ধারা যোগ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ বিশেষ করে তুরস্ক সংলগ্ন সীমান্ত এলাকা বাব আল-হাওয়া বিদ্রোহীদের দখলে যাওয়ার পর সেই পথে বিদেশি উগ্রপন্থী ইসলামি জঙ্গিরা সিরিয়ায় গিয়ে বিদ্রোহীদের সাথে যুক্ত হয়েছে বলে খবরে প্রকাশ৷ এসব যোদ্ধাদের মধ্যে আলজেরিয়া, মরক্কো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, লিবিয়া, চেচনিয়া এবং সোমালিয়ার নাগরিকরা রয়েছে৷

এসব বিদেশি যোদ্ধা সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নয়, বরং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউয়িত গোষ্ঠীকে ‘বেধর্মী' আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে এক ধরণের ধর্মযুদ্ধ করতেই সিরিয়া যাচ্ছে বলে জঙ্গিদের বেশ কিছু ওয়েবসাইটের বরাতে জানিয়েছে এএফপি৷ অবশ্য, বিদ্রোহী যোদ্ধাদের একটি বাহিনীর সেনাপতি আবু আম্মার জোর দিয়ে বলেছেন, ‘‘আমরা কখনও আল-কায়েদার জঙ্গিদের এখানে ঢুকতে দেব না৷ এই বিপ্লব ও আন্দোলন শুধুই সিরিয়ার জনগণের নিজেদের আন্দোলন৷''

এদিকে, সিরিয়ার আলেপ্পো এবং রাজধানী দামেস্কের কিছু অংশে বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ তাদের হিসাবে, বুধবারেই বিভিন্ন স্থানে সংঘর্ষে ১৪৩ জন নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে ৭৫ জন বেসামরিক, ৪১ জন সৈন্য এবং ২৭ জন বিদ্রোহী সেনা বলে জানিয়েছে সংস্থাটি৷

এএইচ / ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য