বিদ্রোহীরা অস্ত্র নিষেধাজ্ঞার বাইরে – DW – 28.05.2013
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহীরা অস্ত্র নিষেধাজ্ঞার বাইরে

২৮ মে ২০১৩

অবশেষে সিরীয় বিদ্রোহীদের একটা বড় দাবি মেনে নিলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ যু্দ্ধ দ্রুত শেষ করতে অস্ত্র সহায়তা চেয়ে আসছিল বিদ্রোহীরা৷ নিষেধাজ্ঞা তুলে নিয়ে সেই পথ অনেকটাই উন্মুক্ত করে দিয়েছে ইইউ৷

https://p.dw.com/p/18fIT
Rebel fighters from the Al-Ezz bin Abdul Salam Brigade pose for picture as they attend a training session at an undisclosed location near the al-Turkman mountains, in Syria's northern Latakia province, on April 24, 2013. AFP / MIGUEL MEDINA (Photo credit should read MIGUEL MEDINA/AFP/Getty Images)
Rebellen Syrien April 2013ছবি: Miguel Medina/AFP/Getty Images

সোমবার ব্রাসেলসে ইইউ সদস্য দেশগুলোর বৈঠকে সিরিয়ার বিদ্রোহীদের ওপর থেকে অস্ত্রনিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও এখনি অস্ত্র সরবরাহ করার আশ্বাস দেয়া হয়নি৷ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ ছিল৷ ব্রিটেন আর ফ্রান্স আগেই জানিয়েছিল যে তারা নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়ার পক্ষে৷ কিন্তু বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিলে সংকট আরো ঘণীভূত হবে – এই ধারণা থেকে অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং ফিনল্যান্ড নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিরোধিতা করেছে৷ শেষ পর্যন্ত অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়৷ তবে আগামী মাসে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকের কারণে সিদ্ধান্ত এখনি কার্যকর হবে না৷ রাশিয়া এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এ বৈঠকে সিরিয়া সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগই গুরুত্ব পাবে৷

সেই বৈঠকের আগে বিদ্রোহীদের অস্ত্র দেয়া শুরু করলে সঙ্কট নিরসন কঠিন হয়ে যেতে পারে৷ তাই ব্রাসেলসের বৈঠক শেষে ফ্রান্সের এক কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারটি পুরোপুরি তাত্বিক, আগস্টের আগে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের কোনো সম্ভাবনা নেই৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য