সিরিয়ায় শান্তির উদ্যোগ – DW – 12.04.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় শান্তির উদ্যোগ

১২ এপ্রিল ২০১২

বৃহস্পতিবার ভোরে জাতিসংঘের শান্তি পরিকল্পনার মেয়াদ শেষ হওয়ার আগেই সিরিয়ায় সরকার ও বিরোধী পক্ষ সংঘর্ষ বন্ধ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ তবে সেনাবাহিনী শহরাঞ্চল ছেড়ে চলে যায় নি৷

https://p.dw.com/p/14c0i
ছবি: Reuters

কোফি আনানের শান্তি পরিকল্পনার বাস্তবায়ন

এই প্রশ্নের কোনো সহজ উত্তর এখনো পাওয়া যাচ্ছে না৷ বৃহস্পতিবার ভোরে মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে পর্যন্ত জোরালো সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়৷ এখনো পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনীর কোনো হামলার খবর পাওয়া যায় নি৷ তবে আলেপ্পো শহরে এক সন্ত্রাসী হামলায় ১ জন সেনা অফিসার নিহত ও ২৪ জন আহত হয়েছে বলে সরকার অভিযোগ করেছে৷ বোঝাপড়া অনুযায়ী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী শহরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নি৷ হোমস সহ একাধিক শহরে সৈন্য, সাঁজোয়া গাড়ি ও ছাদের উপর বন্দুকধারীদের এখনো দেখা যাচ্ছে বলে বিরোধীরা দাবি করছে৷ সরকারের এই আংশিক নিয়ম মানা তাদের মোটেই পছন্দ হচ্ছে না৷ ‘ফ্রি সিরিয়ান আর্মি'র মুখপাত্র কাসেম সাদ আল দিন বলেছেন, এই অবস্থায় শুক্রবার পর্যন্ত পরিস্থিতি খতিয়ে দেখে তারপর বিদ্রোহীরা পরবর্তী পদক্ষেপ স্থির করবে৷ শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা৷

সিরিয়া সরকারের বক্তব্য

দামেস্কে এক সরকারি মুখপাত্র বলেছেন, প্রশাসন আসাদের পরিকল্পনা পুরোপুরি কার্যকর করতে বদ্ধপরিকর৷ বিদ্রোহীরা হামলা না চালানোর কারণে পাল্টা হামলারও প্রয়োজন হয় নি বলে তিনি জানিয়েছেন৷ তবে মনে রাখতে হবে, বুধবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, যে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী তাদের অভিযান বন্ধ করবে৷ তবে বিদ্রোহীরা হামলা করলে পাল্টা আঘাতের হুমকিও দেওয়া হয়েছিল৷ সেই বিবৃতিতেও সেনা প্রত্যাহারের কোনো উল্লেখ ছিল না৷ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদ্রোহীদের আত্মসমর্পণের ডাক দিয়েছে৷ যারা হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের মুক্তি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে সরকার৷ এমনকি প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নেওয়া বিদ্রোহীদের ক্ষেত্রেও এই নমনীয়তার ঘোষণা করেছে সরকার৷

আন্তর্জাতিক সমাজের প্রতিক্রিয়া

Syrien Opposition Freie syrische Armee FSA
বিরোধীরা অপেক্ষা করছেছবি: AP

জাতিসংঘের মহাসচিব বান কি মুন জেনেভায় বলেছেন, সিরিয়ার সরকারেই অস্ত্রবিরতি মেনে চলার মূল দায়িত্ব পালন করতে হবে৷ পরিস্থিতির উপর নজর রাখতে যত দ্রুত সম্ভব পর্যবেক্ষক দল পাঠানোর চেষ্টা চলছে বলে তিনি জানান৷ কোফি আনান নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাঁর বক্তব্য তুলে ধরছেন৷ সেখানে ৫ প্রধান শক্তির মধ্যে এবিষয়ে আলোচনা চলছে৷ অনুমান করা হচ্ছে, সিরিয়ার সরকার এই পরিকল্পনা পুরোপুরি না মানলে নিরাপত্তা পরিষদ কড়া ভাষায় এক প্রস্তাব পেশ করতে পারে৷ সিরিয়ার ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া যাতে এবার ভেটো প্রয়োগ না করে, সেজন্য মস্কোর উপর চাপ বাড়ছে৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার সারাদিন ধরে পরিস্থিতির উপর নজর রাখার ডাক দিয়েছেন৷ পশ্চিমা বিশ্ব আগেই আনানের ৬ দফা পরিকল্পনার সাফল্যের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল৷ অথচ মেয়াদ শেষ হওয়ার আগেই অস্ত্রবিরতি কার্যকর হয়েছে, বলেন লাভরভ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, (রয়টার্স, এএফপি)
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য