সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা – DW – 03.12.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা

৩ ডিসেম্বর ২০১১

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা চললেও আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন৷ দৌড় ঝাঁপ শুরু করেছেন মেয়র এবং কাউন্সিলর পদে মনোনয়ন পেতে৷

https://p.dw.com/p/13LZX
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার তীব্র বিরোধিতা করছে বিরোধী দল বিএনপি৷ তারা গতকাল ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছে৷ কাল রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে৷ আর বিষয়টি নিয়ে হাইকোর্টে গেছেন বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা৷এমনকি ক্ষমতাসীন মহাজোট সরকারের কোন কোন শরিকও এই বিভক্তির বিরুদ্ধে৷ তাদের একজন ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন এমপি৷

কিন্তু এই পরিস্থিতিতে বসে নেই ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশী আওয়ামী লীগের নেতারা৷ তারা যেমন জনসংযোগ করছেন তেমনি দলে অবস্থান সংহত করার চেষ্টা করছেন৷ তাদের একজন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া৷তিনি মেয়রপদে নির্বাচনের আশা করেন৷ তবে তিনি সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনার ওপর৷

সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন জানান, তিনি নির্বাচনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত৷ তিনি ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করতে চান৷

একইভাবে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সেলিমও মেয়র পদে প্রার্থী হতে চান বলে জানা গেছে৷

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতা মেয়র পদে নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন৷ তাদের আগ্রহ এবং স্থানীয় পর্যায়ে দলের নেতা-কর্মীদের মতামত নিয়েই চূড়ান্ত সমর্থন দেয়া হবে৷

ইতিমধ্যেই রাষ্ট্রপতি সংসদে পাশ হওয়া ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিলে সম্মতি দিয়েছেন৷ তাই এখন বিলটি আইনে পরিণত হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য