বিশ্ব ইজতেমা – DW – 24.01.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব ইজতেমা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ জানুয়ারি ২০১৪

বাংলাদেশে শুক্রবারই শুরু হচ্ছে তবলীগ জামাতের বিশ্ব ইজতেমা৷ দুই পর্বের এই ধর্মীয় জমায়েতে দেশি-বিদেশি মিলিয়ে ৪০ লাখ মুসলমান অংশ নেবেন বলে ধারণা৷ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা৷

https://p.dw.com/p/1AwHm
ছবি: REUTERS

গত কয়েক বছর ধরে নিরাপত্তার কারণে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে৷ প্রথম পর্ব শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়ে শেষ হবে সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে৷ এরপর দ্বিতীয় পর্ব ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ বাংলাদেশের ৬৪টি জেলার মুসল্লিরা ভাগ হয়ে এই দুই পর্বের ইজতেমায় অংশ নেবেন৷ আখেরি মোনাজাতের দিন প্রায় ৪০ লাখ মুসলিম মোনাজাতে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন৷ এছাড়া, এবারের ইজতেমায় বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০ হাজার মুসলমান অংশ নিচ্ছেন বলে জানা গেছে৷

ঢাকার অদূরে টঙ্গির তুরাগ নদীর তীরে ১৯৬৪ সাল থেকে প্রতিবছর তবলীগ জামাত এই ইজতেমার আয়োজন করে আসছে৷ এবার ৪৯তম বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি শেষ হয়েছে ইতিমধ্যেই৷ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইতিমধ্যেই ইজতেমার মাঠে সমবেত হয়েছেন৷

Bildergalerie Bangladesch Religionsfest Biswa Ijtema
গত কয়েক বছর ধরে নিরাপত্তার কারণে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছেছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

গাজীপুর সিটি কর্পোরেশন তাঁদের থাকা, চিকিত্‍সা এবং যোগাযোগের সার্বিক দিক দেখাশুনা করছে৷ তাঁদের জন্য মেডিকেল ক্যাম্পসহ অন্যান্য সেবার ব্যবস্থা করা হয়েছে৷ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নান বৃহস্পতিবার ইজতেমা ময়দান পরিদর্শনের পর ডয়চে ভেলেকে জানান, শীতে মুসল্লিদের যাতে কষ্ট না হয় সেজন্য মাঠে তারা তাবুর ব্যবস্থা করেছেন৷ রেখেছেন পানীয় জলের ব্যবস্থাও৷

অন্যদিকে, গাজীপুর জেলা পুলিশসহ ব়্যাব এবং পুলিশ কেন্দ্রীয়ভাবে নিরাপত্তার বিষয়টি দেখছে৷ গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন ডয়চে ভেলেকে জানান, সার্বিক পরিস্থিতির কারণে এবার তারা নিরাপত্তার ওপর বেশি জোর দিচ্ছেন৷ ব়্যাব, পুলিশ ও গোয়েন্দা মিলিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য কাজ করছেন৷ নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরও করা হচ্ছে৷

ইজতেমা মাঠ প্রায় অর্ধশত সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে৷ ১৪টি ওয়াচ টাওয়ারে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ব়্যাব-পুলিশ৷ ইজতেমা মাঠের প্রতিটি প্রবেশ পথে মেটাল ডিটেকটর দিয়ে করা হচ্ছে তল্লাশি৷

ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ডয়চে ভেলেকে জানান, ইজতেমা মাঠে ব়্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছে৷ তাছাড়া, ব়্যাব সদস্যরা দুরবিনের মাধ্যমে ইজতেমা মাঠের ওপর নজরদারিও করছেন৷ তিনি জানান, নানা কারণেই এবার ইজতেমায় নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে৷ এ কারণে এবার ইজতেমার নিরাপত্তায় কোনো ত্রুটি রাখা হয়নি৷

প্রসঙ্গত, তবলীগ জামাত একটি অরাজনৈতিক সংগঠন৷ ইসলাম ধর্মের প্রচারই তাদের মূল কাজ৷ ইজতেমা তারই অংশ৷

Bildergalerie Bangladesch Religionsfest Biswa Ijtema
ইজতেমা মাঠে ব়্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছেছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য