সুইডিশ অ্যাকাডেমি প্রধানের পদত্যাগ – DW – 13.04.2018
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডিশ অ্যাকাডেমি প্রধানের পদত্যাগ

১৩ এপ্রিল ২০১৮

‘অ্যাকাডেমিই চেয়েছিল যেন আমি স্থায়ী সচিবে হিসেবের পদ থেকে সরে দাঁড়াই৷ আমি অনতিবিলম্বে এ সিদ্ধান্ত নিই৷ এ ঘটনা এরইমধ্যে নোবেল পুরস্কারকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে এবং এটি খুব বড় একটি সমস্যা৷’

https://p.dw.com/p/2vz6w
ছবি: Getty Images/AFP/J. Nackstrand

যৌন কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন সুইডিশ অ্যাকাডেমির প্রধান সারা দানিয়ুস৷ এর আগে একই ঘটনায় সাহিত্যে নোবেল পুরস্কারের নাম ঘোষণাকারী এ সংস্থাটির ১৮ সদস্যের মধ্যে তিনজন সরে দাঁড়ান৷

বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেওয়া দানিয়ুস কিংবা অ্যাকাডেমির কেউ অবশ্য ঐ যৌন কেলেঙ্কারি সাথে সরাসরি যুক্ত নন৷ যৌন হয়রানির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন #মি টু ক্যাম্পেইনের প্রভাবে গত নভেম্বরে সুইডিশ অ্যাকাডেমির আরেক সদস্য ক্যাটারিনা ফ্রস্টেনসনের স্বামী জ্যাঁ ক্লদ আরনেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন ১৮ নারী৷

যৌন অসদাচরণের অভিযোগ আসার পরপরই নভেম্বরে সুইডিশ অ্যাকাডেমি স্টকহোমে আরনেলের সাংস্কৃতিক ক্লাবে অর্থ সহায়তা বন্ধসহ সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়৷

এ ঘটনায় অ্যাকাডেমি নিজেই ‘স্বার্থের দ্বন্দ্ব’ বিষয়ক নিজস্ব নিয়মকানুন ভেঙেছিল বলেও সন্দেহ করা হচ্ছে৷ তা খতিয়ে দেখতে সেই সময়ই একটি আইন সহায়তাকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷

ওই তদন্তের বিষয়েও পরে কিছু জানায়নি নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণাকারী এ প্রতিষ্ঠানটি৷

তবে এর প্রেক্ষিতে গত সপ্তাহে ফ্রস্টেনসনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিপক্ষে ভোট দেয় অ্যাকাডেমি৷ সুইডিশ মিডিয়াকে উদ্ধৃত করে বিবিসি জানায়, এ সিদ্ধান্তের প্রতিবাদে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি থেকে তিন সদস্য ক্লাস অস্টেরগ্রেন, কোজেল ইসেপমার্ক এবং পিটার ইংল্যান্ড সরে দাঁড়ান৷

গঠনতন্ত্র অনুযায়ী সুইডিশ অ্যাকাডেমি থেকে কেউ পদত্যাগ করতে পারেন না, তবে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারেন৷ বৃহস্পতিবার পদত্যাগ করেন ফ্রস্টেনসন৷ আর তার কিছুক্ষণ পরই পদত্যাগের ঘোষণা দেন দানিয়ুস৷ মূলত ঘটনা সামলাতে না পারার দায়েই তিনি পদত্যাগ করলেন৷  

এদিকে যাকে নিয়ে এত কাণ্ড তার আইনজীবী রয়টার্সের কাছে এক ই-মেলে জানিয়েছেন, জ্যাঁ ক্লদ আরনেল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন৷

এইচআই/এসিবি (রয়টার্স)