যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে তারা বাংলাদেশকে অলআউট  সাপোর্ট করবে: অধ্যাপক ড. হেলাল উদ্দিন – DW – 15.09.2024
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে তারা বাংলাদেশকে অলআউট  সাপোর্ট করবে: অধ্যাপক ড. হেলাল উদ্দিন

১৫ সেপ্টেম্বর ২০২৪

https://p.dw.com/p/4keA6

সিরডাপের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন বলেন," এই সফরের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবসা বাণিজ্যে সহায়তা করতে চায়। তাদের সঙ্গে যারা সহযোগী আছে তারাও সহায়তা করতে চায়।  বাংলাদেশ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে  স্থিতিশীলতার দিকে যাচ্ছে।” তিনি বলেন,"যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে তারা বাংলাদেশকে অলআউট  সাপোর্ট করবে। আঞ্চলিক কূটনীতি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কসহ এখানে আরো অনেক বিষয় আছে। ”

তার কথা," আমাদের অর্থনীতির যে চাপটা আছে  সেটা কমাতে বিভিন্ন উৎস থেকে আমাদের ধার করতে হবে। এর বাইরে যুক্তরাষ্ট্র ২০০ মিলিয়ন ডলারের একটা অনুদান দিয়েছে। আমাদের রপ্তানি সেখানে ১০ ভাগ কমে গেছে। সেটাও বাড়বে বলে আশা করি। ঢাকায় অ্যামেরিকান চেম্বার অব কমার্সের বৈঠকে তারা ব্যবসা বাণিজ্যের নানা দিকে সহযোগিতার কথা বলেছেন।  সব মিলিয়ে এই সফর অনেক ইতিবাচক।”