মুক্ত প্রাণের বইমেলা – DW – 03.02.2009
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্ত প্রাণের বইমেলা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ ফেব্রুয়ারি ২০০৯

এবার মুক্ত আর গণতান্ত্রিক পরিবেশ বইমেলাকে দিয়েছে ভিন্নমাত্রা৷ যেন ফিরে এসেছে সেই চির চেনা প্রাণের মেলা৷ আর বইমেলায় এবার বাইরের ষ্টল মেলাকে করেছে বিস্তৃত৷ বেড়েছে পরিসর, মেলা যেন হাফ ছাড়ার জায়গা পাচ্ছে৷

https://p.dw.com/p/GmJ8
কড়া নিরাপত্তার মধ্যে জমে উঠেছে একুশে বইমেলাছবি: DW/ Harun-ur-Rashid Swapan

মেলায় বইপ্রেমীরা আসছেন দলবেধে৷ আসছেন লেখকরা৷ নতুন বই আর নজরকাড়া চার রংয়ের প্রচ্ছদ যেন মেলায় উৎসবের আমেজ বয়ে এনেছে৷ তবে পাঠকেরা এখন কিনছেন কম, দেখছেন বেশী৷ প্রকাশকেরা জানান, দেখতে দেখতেই বই কেনা শুরু করবেন পাঠকেরা তবে একদম প্রথমদিকে হলেও পাঠকেরা যে হারে বই কিনছেন তা সন্তোষজনক৷ আর হুমায়ুন আহমেদের বইয়ের ক্ষেত্রে কোন নিয়মই খাটে না৷ প্রথমদিন থেকেই তার উপন্যাসের কাটতি শীর্ষে৷

বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ডয়চে ভেলেকে জানান, মুক্তিযুদ্ধের চেতনার এক জোয়ার এসেছে এবার৷ আর এই চেতনা সব সময়ই সৃজনশীল ও মুক্তচিন্তার পক্ষে৷ একারণে বইয়ের বিক্রিও বেশী হবে বলে মনে করেন তিনি৷ তিনি জানান, এবার মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অনেক বই আসবে মেলায়৷

প্রকাশক জাকির হোসেন বেজায় খুশী মেলায় দর্শক সমাগম দেখে৷ তিনি এই মেলাকে ব্যবসার দিক থেকে দেখেন না কখনোই৷ তার কাছে অমর একুশে বই মেলা চেতনার মেলা৷ তিনি জানান, বই মেলায় আমাদের চেতনাবোধ শানিত হয়৷ এবারের বই মেলায় সৃজনশীল বইয়ের প্রতি পাঠকের আগ্রহ তাকে মুগ্ধ করছে৷ একই ধরনের কথা বলেন, লেখক ইমদাদুল হক মিলন৷ তিনি বলেন, বই মেলায় পাঠকের ভালবাসা তাকে ভাল লেখার অনুপ্রেরণা যোগায়৷

প্রকাশকেরা জানান, বই মেলার প্রথম দু'দিনেই দেড় শতাধিক বই প্রকাশিত হয়েছে৷ তবে বাংলা একাডেমীর হিসেবে ৬টি৷ হিসাবের এই বড় পার্থক্যের কারণ, প্রকাশকেরা এখনো বাংলা একাডেমীতে বই জমা দেয়া শুরু করেন নি৷

ডয়চে ভেলের ষ্টল

এই প্রথম অমর একুশে বই মেলায় অংশ নিয়েছে ডয়চে ভেলে, বাংলা বিভাগ৷ ইউরোপের হৃদয় থেকে ডয়চে ভেলে রেডিও বাংলা বিভাগের খবর আর অনুষ্ঠান মালা বাংলাদেশে খুবই জনপ্রিয়৷ তাই বইমেলায় ডয়চে ভেলের উপস্থিতিতে শ্রোতারা বেজায় খুশী৷