মালয়েশীয় বিমান নিয়ে জটিলতা – DW – 31.03.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশীয় বিমান নিয়ে জটিলতা

৩১ মার্চ ২০১৪

মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ উড়ালের বিমানটির তল্লাশিতে যোগ দিয়েছে ২৪টিরও বেশি দেশ এবং তাদের ৬০টি জাহাজ ও বিমান৷ তবে এই তল্লাশি নিয়ে ভূ রাজনৈতিক জটিলতাও তৈরি হয়েছে ইতিমধ্যে৷

https://p.dw.com/p/1BYsO
Suche Malaysian Airlines MH370 23.03.2014
ছবি: picture-alliance/dpa

ভূ-রাজনৈতিক জটিলতা

মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ বিমানটি নিখোঁজ হওয়ায় দেশটি চীনের ব্যাপক সমালোচনার মুখে রয়েছে৷ মালয়েশিয়াকে তার দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং যাত্রীদের হত্যার দায়ে অভিযুক্ত করেছে চীন৷ অন্যদিকে, এই ঘটনাকে পুঁজি করে বিভিন্ন দেশের সীমান্ত ও তথ্যে চীন নজরদারির চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সের মধ্যে সামুদ্রিক সীমা নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে নিয়ে রয়েছে বিরোধ৷ তল্লাশি এলাকা যত বাড়ানো হবে, এক একটি দেশের জরুরি তথ্য গোপন রাখার বিষয়টি ততই কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশের প্রতিনিধি জানিয়েছেন, ‘‘হয়ত এই অভিযান একটি গুপ্তচরের উপন্যাসে পরিণত হতে পারে৷''

এশিয়ার কয়েকটি দেশের সমস্যা হলো, এদের ন্যাটোর মতো আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা নেই৷ অন্যদিকে, বেশ কয়েকটি দেশের যুক্তরাষ্ট্রের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে৷ আবার কমনওয়েলথ সদস্য মালয়েশিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ব্রিটেনের সাথে বরাবরই সংকটময় মুহূর্তে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করে৷

ওয়াশিংটনে নিযুক্ত সাবেক ব্রিটিশ ডিফেন্স অ্যাটাশে এয়ার ভাইস মার্শাল মাইকেল হারউড বলেছেন, ‘‘তল্লাশির বিষয়টা যতই এগুচ্ছে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি ততই প্রকট হয়ে উঠছে৷ কিছু কিছু দেশ মালয়েশিয়ার কাছে লিখিত আবেদন চেয়েছে তাদের অঞ্চলে তল্লাশি চালানোর জন্য৷'' সাবেক এই সেনা কর্মকর্তা আরো জানান, চীন ভারত মহাসাগরে বিভিন্ন এলাকায় জাহাজ পাঠাচ্ছে কারণ তারা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ এবং নিশ্চয়ই তাদের কোনো রাজনৈতিক প্রত্যাশা নিয়েই সেটা করছে৷ শুক্রবার আরো পাঁচটি চীনা জাহাজ ভারত মহাসাগরের অন্য একটি এলাকার দিকে রওনা হয়েছে৷ এর আগে চীন ভারত মহাসাগর এলাকায় নিখোঁজ বিমান খুঁজতে তাদের যুদ্ধজাহাজ নিয়ে প্রবেশ করতে চাইলেও ভারত দ্রুত তা নাকচ করে দেয়৷

চলছে তল্লাশি

সোমবার অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত মহাসাগরে যেসব কমলা রঙের বস্তু দেখে তারা বিমান পাঠিয়েছিল, সেগুলো মাছ ধরার উপকরণ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আবারো বলেছেন যে, তল্লাশি অভিযান চলতেই থাকবে৷ কেননা অনুসন্ধানের জন্য তারা কোনো সময়সীমা বেঁধে দেয়নি৷ রবিবার দুই মিটার লম্বা ঐ কমলা রঙের বস্তুটির সন্ধান পায় অনুসন্ধানী বিমান৷

যুক্তিযুক্ত ভাবনা

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি তাদের সম্পাদকীয়তে স্বজনদের যুক্তিযুক্তভাবে ঘটনাটা বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে৷ সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘‘কেবল ক্ষোভ প্রদর্শন করলেই হবে না, যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করতে হবে৷ আমরা শোকাহত কেননা এটা নিশ্চিত যে বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এবং আরোহীদের কেউ আর বেঁচে নেই৷''

পাইলটের মেয়ের অভিযোগ

এদিকে, নিখোঁজ বিমানটির চালক বা পাইলটের মেয়ে আয়েষা জাহারি ব্রিটিশ ট্যাবলয়েডের প্রতি অভিযোগ জানিয়েছেন৷ তাঁর অভিযোগ, পত্রিকাটির প্রতিবেদনে লেখা হয়েছে বিমান চালানোর আগে তাঁর বাবা স্থিতিশীল অবস্থায় ছিলেন না, যা সঠিক নয়৷ রবিবার ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেলে একটি প্রতিবেদন প্রকাশ হয়৷ যেখানে লেখা হয় ৫৩ বছর বয়সি পাইলট জাহারিয়া আহমেদ শাহ ‘ডিসটার্ব' ছিলেন৷ আয়েষা জাহারি রবিবার তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ডেইলি মেল তোমাদের কল্পনা শক্তি এতই উন্নত, তোমাদের উচিত নিখোঁজ বিমান নিয়ে একটি চলচ্চিত্র বানানো৷

৮ই মার্চ মধ্যরাতে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে বেইজিংগামী এই বিমানটি ২৩৯ জন আরোহীসহ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়৷ বিমানটি ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে এবং এর যাত্রীদের কেউ বেঁচে নেই বলে ঘোষণা দেয় মালয়েশীয় কর্তৃপক্ষ৷

এপিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য