নিন্দা জানিয়েছে বাংলা ব্লগাররা – DW – 12.10.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিন্দা জানিয়েছে বাংলা ব্লগাররা

১২ অক্টোবর ২০১২

পাকিস্তানে ব্লগার মালালার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলা ব্লগাররা৷ বিভিন্ন কমিউনিটি ব্লগ সাইট ও ফেসবুকে এই সম্পর্কে নিবন্ধ প্রকাশ করেছেন কেউ৷ কেউ আবার মালালার ছবি দিয়ে তৈরি বিশেষ ফেসবুক কভার ফটোও ব্যবহার করছেন৷

https://p.dw.com/p/16Nxs

‘আমার মেয়ে হলে নাম রাখবো মালালা' - ফেসবুকে ঠিক এভাবেই লিখেছেন জাকিয়া আহমেদ৷ বাংলাদেশের এই নারী সাংবাদিক পাকিস্তানে মালালা ইউসুফজাইয়ের উপর হামলার প্রেক্ষিতে বলেছেন একথা৷ ১৪ বছর বয়সি কিশোরী মালালা৷ সোয়াত উপত্যকায় বাস তাঁর৷ তালেবানের নারী শিক্ষা নীতির প্রতিবাদ করেছিলেন তিনি৷ তিন বছর আগে বিবিসি ব্লগে এই বিষয়ে তাঁর লেখা ব্যাপক সাড়া জাগিয়েছিল৷

সেই মালালা এখন হাসপাতালে৷ তাঁর মাথায় গুলি করেছে তালেবান জঙ্গিরা৷ মালালাকে চিরতরে স্তব্ধ করে দিতেই এই হামলা৷ তালেবান জঙ্গিরা ভেবেছিল মালালা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তবে সেটা হয়নি৷ গুরুতর আহত মালালা এখনো বেঁচে আছেন৷ তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়৷ সর্বশেষ খবর হচ্ছে, মালালাকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে, উন্নত চিকিৎসার জন্য৷

তীব্র নিন্দা

মালালার উপর তালেবানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্লগ কমিউনিটি৷ বাংলা ব্লগ সাইটে এবং ফেসবুকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী৷ এই বিষয়ে ব্লগার আসিফ মহিউদ্দিনের নিবন্ধের শিরোনাম, ‘‘ব্লগার মালালাকে - ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো''৷

Malala Yousafzai
সর্বশেষ খবর হচ্ছে, মালালাকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে, উন্নত চিকিৎসার জন্যছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে আসিফ বলেন, ‘‘এই খবরটা শোনার পর আমি হতভম্ব, বিস্মিত এবং বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম৷ তারপর আমি একটি ব্লগ পোস্ট করি৷ এটি একটি মর্মান্তিক ঘটনা, আমরা খুবই আপসেট৷ তবে আমরা মালালার প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি৷ এবং আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি৷''

আতঙ্ক

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার একটি বিভাগে ইউজার প্রাইজ জয়ী  ব্লগার আসিফ মনে করেন, মালালার উপর হামলার পর বাংলা ব্লগারদের মধ্যেও খানিকটা আতঙ্ক তৈরি হয়েছে৷ তবে বাংলা ব্লগাররা এখন মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অনেক ঐক্যবদ্ধ৷ তিনি বলেন, ‘‘আমি দেখছি যে, একটু হয়ত আতঙ্ক তৈরি হয়েছে৷ (পাকিস্তানি) ব্লগারের উপর আক্রমণ আসায়, আমাদের উপরেও এই ধরনের আক্রমণ আসতে খুব বেশি সময় লাগবে না৷ কারণ আমরা দেখেছি, পাকিস্তানে যে ধরনের সাম্প্রদায়িকতার চর্চা হয়, কিছুদিন পর তার ছোঁয়া আমাদের দেশেও এসে পৌঁছায়৷ কিছু না কিছু হয়৷ ফলে আমরা কিছুটা হলেও আতঙ্কিত৷''

আসিফ বলেন, ‘‘এক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার৷ বাংলা ব্লগ সবসময়ই মুক্তবুদ্ধির চর্চা করবে৷ সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত৷''

মালালার প্রতি সমর্থন

ব্লগার কাজী মাহবুব হোসেন তাঁর ব্যক্তিগত ব্লগে লিখেছেন, ‘‘মালালা ইউসুফজাই লেখাপড়া করতে চেয়েছে শুধু...''৷ এই ব্লগার তাঁর নিবন্ধে মালালাকে নিয়ে তৈরি একটি ভিডিও প্রতিবেদনও যোগ করেছেন৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে এই বিষয়ে নারায়ন সরকার লিখেছেন, ‘শেষ পর্যন্ত তার আশংকাই সত্যি হলো৷ তবে আরও নির্মমভাবে - তালেবান তার মুখ এসিড দিয়ে ঝলসে দেয়নি বা অপহরণ করেনি৷ একেবারে পৃথিবী থেকেই (তাকে) মুছে দিতে চেয়েছে৷ তার মাথায় ও ঘাড়ে গুলি করে তাকে মেরে ফেলতে চেয়েছে৷ মালালা এখন আশংকাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷'

অপর কমিউটিনি ব্লগ সাইট আমার ব্লগ ডটকমে মালালাকে নিয়ে একটি কবিতা প্রকাশ করেছেন ব্রত রায়৷ তিনি তাঁর কবিতার একাংশে লিখেছেন,

‘‘মৃত্যুকে তোর ভয়টা কিসের

ভয় করে সে তোকে –

সেই ভয়েরই দেখছি ছায়া

তালেবানের চোখে!''

একই ব্লগ সাইটে অপর ব্লগার ফারুক লিখেছেন, ‘তালেবান - এরা না মানুষ , না মুসলমান৷ এরা পশু, মুসলমান নামের কলঙ্ক৷ ইসলামের মূল কোরানের কোথাও নারীশিক্ষা নিষিদ্ধের কথা বলা নেই৷ নিরপরাধ একটি মেয়েকে লক্ষ্য করে গুলি করতে এই পিশাচদের হাত কি একটুও কাপলোনা? এদের ঘরে কি মা, বোন, কন্যা নেই? এরা রক্ত পিপাসু হায়েনা৷'

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে ডয়চে ভেলের শ্রোতা পাঠকরাও মালালার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন৷ সালাউদ্দিন ডলার লিখেছেন, ‘সাবাস মা, জননী তোমাকে যে নামেই ডাকি৷ তোমার সাথে আমাদের দোয়া আছে৷' সাইখ আলী আজম লিখেছেন, ‘সবার এই রকম হওয়া দরকার৷ আমি তার কর্মকাণ্ডের প্রশংসা করি৷'

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য