মাটির নীচে সতেরোটা পিরামিড মিশরে, বলল উপগ্রহ – DW – 26.05.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাটির নীচে সতেরোটা পিরামিড মিশরে, বলল উপগ্রহ

২৬ মে ২০১১

উপগ্রহ বলে দিচ্ছে এই বিশ্বের সব রহস্য৷ এবার সে মাটির তলায় লুকিয়ে থাকা সতেরোটি পিরামিডের সন্ধান দিল৷ রয়েছে আরও বহু পুরাতাত্ত্বিক সম্ভার৷

https://p.dw.com/p/11OEk
ছবি: Thomas Reimer/Fotolia

এক আধটা নয়৷ মোট সতেরোটা প্রচীন পিরামিডের সন্ধান পেল মিশর৷ মাটির তলার সেইসব প্রাচীন পিরামিডগুলির সঙ্গে আরও খবর মিলেছে বহু পুরাতাত্ত্বিক জিনিসপত্রের৷ স্বভাবতই, মিশরের পুরাতত্ত্ব বিভাগ আহ্লাদে আটখানা৷

সতেরোটা পিরামিড, তিন হাজারের বেশি পুরাতাত্ত্বিক বাড়িঘর, অসংখ্য মিনার, প্রচুর প্রাচীন নিদর্শনের এই প্রায় রত্নভান্ডারের সন্ধান স্যাটেলাইট পেয়েছে মিশরের নীলনদের উপত্যকায়৷

Ägypten Cheopspyramide in Gizeh
গিজার পিরামিডছবি: Fotolia/Jose Ignacio Soto

কীভাবে এল এই আশ্চর্য আবিষ্কার? এই গবেষণার দায়িত্বে যিনি ছিলেন, সেই ড. সারা পারকাক নাসার তরফে বলেছেন, এমন একটা আবিষ্কার অকল্পনীয়৷ দুই বছর ধরে আমরা সন্ধান চালিয়েছি৷ প্রথাগত পদ্ধতিতে পাওয়া গিয়েছিল মাত্র দুটি প্রাচীন পিরামিডের সন্ঘধান৷ তারপর আমরা ইনফ্রা রে ব্যবহার করলাম৷

ইনফ্রা রে নাকি মাটির তলার ৭০০ মিটার পর্যন্ত অনায়াসে গিয়ে ছবি তুলে ফেলে৷ আর তাতেই কেল্লাফতে৷ সবচেয়ে উত্তেজক দৃশ্য অবশ্য টানিসে দেখেছেন বলে জানিয়েছেন ডা. সারা পরাকাক৷ বলেছেন, যেন ইতিহাস চোখের সামনে ফুটে উঠেছে৷

আর এই ইতিহাস চোখের সামনে ফুটে ওঠার খবরে সত্যিই খুশি মিশরের পুরাতত্ত্ব বিভাগ৷ দপ্তর প্রধান জহি হাবাস সাংবাদিকদের সুখবর জানিয়ে বলেছেন, মিশরের পর্যটন আরও গতি পাবে এই নতুন আবিষ্কারের পর৷ এবার শুরু হবে এগুলিকে খুঁড়ে বের করার পালা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: ফাহমিদা সুলতানা