ব্র্যান্ডেনবুর্গে অতি-ডানদের থেকে এগিয়ে শলৎসের দল – DW – 23.09.2024
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্র্যান্ডেনবুর্গে অতি-ডানদের থেকে এগিয়ে শলৎসের দল

২৩ সেপ্টেম্বর ২০২৪

ব্র্যান্ডেনবুর্গের নির্বাচনে অতি-ডানপন্থি এএফডি-কে পিছনে ফেললো জার্মানির চ্যান্সেলর শলৎসের দল এসপিডি।

https://p.dw.com/p/4kxka
ব্য়্ৎান্ডেনবুর্গের এসপিডি নেতাদের উচ্ছ্বাস।
ব্র্যান্ডেনবুর্গের নির্বাচনে এক নম্বর দল হতে চলেছে এসপিডি। ছবি: Fabrizio Bensch/REUTERS

প্রাথমিক ফলাফলে দেখা গেছে এসপিডি ৩০ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে। এএফডি পেয়েছে ২৯ দশমিক পাঁচ শতাংশ।

তৃতীয় স্থানে আছে বিএসডাব্লিউ, তারা পেয়েছে ১৩ দশমিক পাঁচ শতাংশ, চতুর্থ স্থানে আছে সিডিইউ, তারা পেয়েছে ১২ দশমিক এক শতাংশ ভোট। কিন্তু গ্রিন, বামপন্থি, ফ্রি ভোটার্স সকলেই পাঁচ শতাংশের কম ভোট পেয়েছে। এই হার বজায় থাকলে তাদের কোনো প্রতিনিধি আইনসভায় যেতে পারবেন না। পাঁচ শতাংশ ভোট না পেলে কেউ আইনসভায় প্রতিনিধি পাঠাতে পারে না।

শলৎস যা বলেছেন

জার্মান চ্যান্সেলর শলৎস জাতিসংঘের সাধারণ সভার বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক গেছেন। তিনি জানিয়েছেন, ব্র্যান্ডেনবুর্গের নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর তার দলের কর্মীদের মনোভাব চাঙ্গা রয়েছে।

তিনি এসপিডি নেতাদের সঙ্গে কথা বলেছেন। বার্তাসংস্থা ডিপিএ চ্যান্সেলরের ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, তিনি ভোটের ফলে সন্তুষ্ট। তবে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়ার আগে নির্বাচনের ফলাফলের পুরো সমীক্ষা করে নিতে চান।

ডিডাব্লিউর রাজনৈতিক সম্পাদক মাইকেলা কুফনার নিউ ইয়র্ক থেকে জানিয়েছেন, ব্র্যান্ডেনবুর্গে দলের প্রধান শলৎসের সঙ্গে নিজের পোস্টার লাগাননি। তিনি শলৎসকে সেখানে প্রচারেও যেতে দেননি। কারণ, শলৎসের জনপ্রিয়তা এখন তলানিতে

জার্মানিতে চরম ডানপন্থা ও তিনটি প্রশ্ন

তিনি জানিয়েছেন, এসপিডি ব্র্যান্ডেনবুর্গে এক নম্বর দল হলেও চ্যান্সেলর হিসাবে শলৎসকে রক্ষণাত্মক থাকতে হবে। ব্র্যান্ডেনবুর্গে হারলে অবস্থা খুব খারাপ হত, কিন্তু দল জিতলেও তার কৃতিত্ব শলৎস পাচ্ছেন না।

গ্রিন পাঁচ শতাংশের কম

এখনো পর্যন্ত গ্রিন পার্টি চার দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে। বামেরা পেয়েছে তিন শতাংশ ভোট। ভোটপ্রাপ্তির এই হিসাব বদলাতে পারে। কারণ, এখনো পুরো ভোটগণনা হয়নি। পাঁচ শতাংশ না পেলে তাদের কোনো প্রতিনিধি আইনসভায় থাকবে না। যদি আরো দল পাঁচ শতাংশের কম ভোট পায়, তাহলে ৮৮টি আসন যারা পাঁচ শতাংশের বেশি ভোট পেয়েছে, তাদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)