বিশ্বকাপে সত্যিকারের ফেভারিট ইংল্যান্ড – DW – 25.01.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে সত্যিকারের ফেভারিট ইংল্যান্ড

২৫ জানুয়ারি ২০১১

ব্যাটিং বোলিং এই দুই ক্ষেত্রেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা ইংল্যান্ড৷ দীর্ঘদিন পর এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে সত্যিকারভাবেই ফেভারিট মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/102ff
ভারতের মাটিতে ইংলিশরা কতটুকু ভালো করবে সেটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে (ফাইল ফটো)ছবি: AP

ইংলিশদের এবারের দলটিকে দেখে যে কারো গুচ-বোথাম আমলের কথা মনে পড়বে৷ '৯২ তে সেই গুচ-বোথামের সেই দলটি ছিল এমনই৷ কি ব্যাটিং কি বোলিং দুই ক্ষেত্রেই দলে ছিল শক্তিশালী খেলোয়াড়ের উপস্থিতি৷ এবারও দলে রয়েছে এক ঝাঁক ম্যাচ উইনার ব্যাটসম্যান যার নেতৃত্ব দিচ্ছেন কেভিন পিটারসন৷ সাবেক এই অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে এবার ইংলিশদের বেশিরভাগ সমর্থক৷ তাঁর সঙ্গে রয়েছেন অধিনায়ক স্ট্রস, নির্ভরযোগ্য ব্যাটসম্যান আয়ান বেল এবং অলরাউন্ডার পল কলিংউড৷

অন্যদিকে পেস বোলিং এবার ইংলিশ আক্রমণের অন্যতম অস্ত্র৷ রয়েছেন জেম্স অ্যান্ডারসন, গ্রায়েম সোয়ান এবং স্টুয়ার্ট ব্রডের মত কোয়ালিটি পেসার৷ ফলে এতগুলো অস্ত্র যদি একসঙ্গে গর্জে ওঠে তাহলে যে কোন দলের পরাজয় নিশ্চিত, তা বলা যায়৷

তবে ভারতের মাটিতে ইংলিশরা কতটুকু ভালো করবে সেটি নিয়ে কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে৷ স্পিন সহায়ক পিচে ইংলিশদের দুর্বলতা রয়ে গেছে৷ তবে ব্যাটসম্যানরা যদি ঠিকমত খেলতে পারেন তাহলে এবার সাফল্য আসা অসম্ভব নয়৷ সেই '৯২ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ইংলিশরা ফাইনালে উঠতে পারেনি৷ তাই যে কোনভাবে সাফল্য আনতে বদ্ধপরিকর এবার ইংলিশরা৷

স্কোয়াড: অ্যান্ড্রু স্ট্রস (অধি), জেম্স অ্যান্ডারসন, আয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, ইয়ন মরগ্যান, কেভিন পিটারসন, ম্যাট প্রাইয়র (উই), আজমাল শাহজাদ, গ্রায়েম সোয়ান, জেম্স ট্রেডওয়েল, জোনাথান ট্রট, ল্যুক রাইট, মাইকেল ইয়ার্ডি৷

সাফল্য: রানার্স আপ ১৯৭৯, ১৯৮৭, ১৯৯২৷ ওডিআই অবস্থান: ৫৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী