‘বিদ্রোহী’ কবিতা – DW – 25.05.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিদ্রোহী’ কবিতা

২৫ মে ২০১২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা রচনার ৯০ বছর পূর্ণ হচ্ছে এ বছর৷ ১৯২১ সালের ডিসেম্বরে রচিত এই কবিতাটি ১৯২২ সালের জানুয়ারি মাসে সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়৷

https://p.dw.com/p/152Oy
ছবি: Harun Ur Rashid Swapan

সেসময় কবিতাটি এতটাই জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে মাসিক ‘মোসলেম ভারত' সহ আরও অনেক পত্রিকাই কবিতাটি প্রকাশ করে৷ কেন কবিতাটি এত জনপ্রিয় হয়েছিল? এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘‘বিদ্রোহী কবিতাতে সেসময় ভারতবর্ষের মানুষের ওপর ব্রিটিশদের যে অধিকার ছিল তাকে নানাভাবে ব্যঙ্গ করা হয়েছে৷''

বিদ্রোহী কবিতার মাধ্যমে কবি কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় সেটা দেখিয়েছেন৷ ড. শেখর বলেন, ‘‘এই কবিতার মধ্যে কবি একইসঙ্গে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিথ ব্যবহার করেছেন৷ তবে প্রচলিত অর্থে নয়, বরং সমকালের পরিপ্রেক্ষিতে এই মিথকে এবং মিথের মধ্য দিয়ে মানুষের পুনর্জাগরণকে কবিতার মধ্যে ধারণ করেছিলেন৷''

তিনি বলেন, এই কবিতার মধ্য দিয়ে আমরা যেমন বিদ্রোহী কবি নজরুলকে পাই তেমনি প্রেমিক নজরুলকেও পাওয়া যায়৷ ‘মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য্য' কবিতার এই লাইনের মধ্য দিয়ে বোঝা যায় যে, কবি তাঁর প্রেমকে, প্রেয়সীকেও উপেক্ষা করেন নি, বলেন ড. শেখর৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য