বন্দি প্রত্যর্পণ চুক্তি – DW – 25.01.2013
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্দি প্রত্যর্পণ চুক্তি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ জানুয়ারি ২০১৩

চুক্তি সই করতে বাংলাদেশে আনছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী৷ আইনজ্ঞরা ডয়চে ভেলেকে জানান, এই চুক্তির ভালো দিক হলো যে, কোনো দেশের নাগরিক প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে নিজ দেশের বিরুদ্ধে কাজ করতে পাবেনা৷

https://p.dw.com/p/17RQq
ছবি: AFP/Getty Images

ভারতের মন্ত্রিসভা বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তির খসড়া অনুমোদন করেছে৷ তার পরদিন শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি চুক্তি সই হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর দিনক্ষণই জানিয়ে দিলেন৷ বললেন চুক্তি সই হবে ২৯শে জানুয়ারি৷

জানা গেছে, এই চুক্তি সইয়ের জন্য ২৮শে জানুয়ারি দু'দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে৷ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷ বন্দি প্রত্যর্পণ চুক্তি সই ছাড়াও দু'দেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন৷

Bangladesch feiert Unabhängigkeitstag
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি স ম রেজাউল করিম ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ হওয়ায় এই চুক্তিটি দুই দেশের জন্যই গুরুত্বর্পূণ৷ কারণ এর মাধ্যমে দুই দেশ প্রতিবেশী দেশে তাদের আটক অপরাধীদের বিনিময় করতে পারবে৷ শুধু তাই নয়, এই চুক্তি হলে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে নিজ দেশের বিরুদ্ধে কেউ কাজ করতে পারবেনা৷ তিনি মনে করেন, বাংলাদেশের উচিত হবে ধীরে ধীরে বিশ্বের আরো অনেক দেশের সঙ্গে এই চুক্তি করা৷

বন্দি প্রত্যর্পণ চুক্তি সই হলে ভারত বাংলাদেশের কারাগারে আটক উলফা নেতা অনুপ চেটিয়াসহ যদি কোনো বিচ্ছিন্নতাবাদী এখানে লুকিয়ে থাকে তাদের ফেরত পাবে৷ আর বাংলাদেশ ভারতে আটক বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের ফেরত পাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য