বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে স্টোকসের আপত্তিকর আচরণ – DW – 17.10.2016
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে স্টোকসের আপত্তিকর আচরণ

১৭ অক্টোবর ২০১৬

দ্বিতীয় ওয়ানডের সেই ঘটনার রেশ যেন এখনো চলছে৷ টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড৷ সেখানেও ইংল্যান্ডের এক ক্রিকেটারের আচরণ প্রশ্নবিদ্ধ৷ ক্রিকেটারটির নাম বেন স্টোকস৷

https://p.dw.com/p/2RJK0
Cricket-Match in Dhaka Bangladesh vs. Großbritannien
বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডের ছবিছবি: Picture-Alliance/AP Photo/A. M. Ahad

দ্বিতীয় ওয়ানডে শেষে বিজয়ী বাংলাদেশ দল যখন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়ছে, তখনও উগ্র আচরণ করেছিলেন স্টোকস৷ দু দলের খেলোয়াড়দের হাত মেলানোর পর্বে তিনি ছুটে এসে উদ্ধতভাবে আঙুল রেখেছিলেন তামিম ইকবালের বুকে৷ তাঁর কথা বলার ভঙ্গিও ছিল আক্রমণাত্মক, আপত্তিকর৷ ঘটনার সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক জস বাটলার আউট হওয়ার পর৷ তাসকিনের বলে আউট হওয়ার পর পর উদযাপনে বাড়াবাড়ি করার অভিযোগে মাঠেই মাহমুদুল্লাহর সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলেন তিনি৷ সেই ঘটনার রেশ টেনে টুইটারে সোচ্চার হয়েছিলেন স্টোকস, তামিমের সঙ্গে হাত না মিলিয়ে প্রকাশ্যে আপত্তিকর আচরণ করতেও সেদিন স্টোকসের বাধেনি৷ চট্টগ্রামে আবার অখেলোয়াড়সুলভ আচরণ করতে দেখা গেল সেই স্টোকসকে৷

দৃশ্যটি ধরা পড়ে একাত্তর টিভির ক্যামেরায়৷ সেখানে দেখা যায়, বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করা আব্দুল মজিদ মাঠ থেকে বেরিয়ে আসার আগে হাত বাড়িয়েছিলেন স্টোকসের দিকে, কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার হ্যান্ডশেক করেননি, সৌজন্যবোধ, খেলোয়াড়সুলভ আচরণ- সবকিছুকে অগ্রাহ্য করে সরিয়ে নিয়েছেন হাত৷ ম্যাচ শেষে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান আব্দুল মজিদ জানিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ের এক ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ পেয়ে তিনি অবাক এবং হতাশ৷

এসিবি/জেডএইচ

আব্দুল মজিদের সঙ্গে হাত মেলাননি বেন স্টোকস৷ এমন আচরণের প্রতিক্রিয়ায় কিছু বলতে চান? প্রিয় পাঠক, আপনার বক্তব্য লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য