ভাইরাল ভিডিওতে তৃতীয় লিঙ্গের সমঅধিকার – DW – 20.06.2017
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিওতে তৃতীয় লিঙ্গের সমঅধিকার

২০ জুন ২০১৭

টেলিকম অপারেটর রবি’র তৈরি একটি পরীক্ষামূলক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ তাদের ফেসবুক পাতায় শুক্রবার আপলোড করা ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বার৷

https://p.dw.com/p/2ezNz
Indien Homosexuelle Gender Rechte Demonstration Regenbogenfahne
ছবি: AP

বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে এই ভিডিওটি নির্মিত হয়েছে৷ এতে দেখা যায়, তৃতীয় লিঙ্গের দু'জন মানুষ একটি রেস্তোরাঁয় ইফতার করতে গিয়ে বিরোধিতার মুখে পড়েছেন৷ প্রথমে রেস্তোরাঁ সংশ্লিষ্ট এক ব্যক্তি তাঁদের চলে যেতে অনুরোধ করেন৷ কিন্তু সেই অনুরোধে সাড়া না দেয়ায় সবুজ টি-শার্ট পরা এক ক্রেতা এসেও তৃতীয় লিঙ্গের ঐ দুই ব্যক্তিকে চলে যেতে বলেন৷

ভিডিওর এই পর্যায়ে এসে দেখা যায়, সবুজ টি-শার্ট পরা ঐ ক্রেতার বিরুদ্ধে একে একে প্রতিবাদ করছেন অনেকে৷ একজন বৃদ্ধ লোকও তাতে অংশ নিয়েছেন৷ প্রতিবাদকারীরা ঐ ক্রেতাকে বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ হলেও তাঁদেরও অন্যান্যদের মতো রেস্তোরাঁতে খেতে আসার অধিকার আছে৷ এভাবে তর্কের এক পর্যায়ে বিষয়টি যে পরিকল্পিত ও ক্যামেরায় ধারণ করা হচ্ছে, তা প্রকাশ করা হয়৷ এরপর প্রতিবাদকারী কয়েকজনের কাছে জানতে চাওয়া হয়, কেন তাঁরা তৃতীয় লিঙ্গের সমান অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন৷

ভিডিওটি সমাজে বাস করা নাম না জানা আলোকিত মানুষদের কথা সবাইকে জানানোর একটি প্রচেষ্টা বলে জানিয়েছে টেলিকম অপারেটর রবি৷ ফেসবুক পাতায় ভিডিওটি আপলোডের সময়  তারা লিখেছে,‘‘আমাদের চারপাশে লুকিয়ে আছে নাম না জানা কত আলোকিত মানুষ! আমরা তাঁদের গল্প ছড়িয়ে দিতে চাই চারদিকে৷''

ইউটিউবেও ভিডিওটি আপলোড করা হয়েছে৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য