বাংলাদেশকে হারালো ভেঙে পড়া অর্থনীতির দেশ শ্রীলঙ্কা – DW – 27.05.2022
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে হারালো ভেঙে পড়া অর্থনীতির দেশ শ্রীলঙ্কা

২৭ মে ২০২২

মিরপুর টেস্ট ১০ উইকেটে হেরে দুই টেস্টের সিরিজও ১-০ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ৷ মুশফিক, লিটন আর সাকিবের প্রতিরোধের দেয়াল ভাঙার পর অনায়াস জয় ছিনিয়ে নিলো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কা৷

https://p.dw.com/p/4BwK4
আসিথা ফার্নান্দোছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে দেয়ায় জয়ের জন্য মাত্র ২৯ রান দরকার ছিল সফরকারীদের৷ ওই লক্ষ্যে পৌঁছাতে মাত্র ৩ ওভার ব্যাট করতে হয়েছে ওশাদা ফার্নান্দো এবং দিমুথ করুণারত্নেকে৷

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫০৬

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৩৪/৪) ৫৩.৩ ওভারে ১৬৯ (মুশফিক ২৩, লিটন ৫২, সাকিব ৫৮, মোসাদ্দেক ৯, তাইজুল ১, ইবাদত ০*, খালেদ ০; রাজিথা ১২-৫-৪০-২, আসিথা ১৭.৩-৫-৫১-৬, জয়াবিক্রমা ১৩-০-৪৭-০, রমেশ ১১-২-২০-১, ধনাঞ্জয়া ২-০১০-০)

Cricket Bangladesh vs Sri Lanka in Dhaka
সাকিব আল হাসান ও লিটন দাসছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৯) ৩ ওভারে ২৯/০ (ওশাদা ২১*, করুনারত্নে ৭*; তাইজুল ১-০-১৬-০, সাকিব ১-০-৭-০, ইবাদত ১-০-৫-০)

প্লেয়ার অব দ্য ম্যাচ : আসিথা ফার্নান্দো

প্লেয়ার অব দ্য সিরিজ : অ্যাঞ্জেলো ম্যাথিউস

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য