ফিলিপাইনে টাইফুনের ছোবলে নিহত আড়াই শতাধিক – DW – 17.12.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিলিপাইনে টাইফুনের ছোবলে নিহত আড়াই শতাধিক

১৭ ডিসেম্বর ২০১১

গ্রীষ্মমণ্ডলীয় তুফান টাইফুন ওয়াশি লন্ডভন্ড করে দিয়েছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল৷ প্রচণ্ড ঝড়, বৃষ্টি, বন্যা ও ভূমি ধসে আড়াই শতাধিক মানুষের প্রাণহানির খবর দিয়েছে ত্রাণ সংস্থা রেড ক্রস৷ নিখোঁজ রয়েছে আরো চার শতাধিক মানুষ৷

https://p.dw.com/p/13UlL
এই বছর আরেক ঘুর্ণিঝড় নেসাত আঘাত হেনেছিল ফিলিপিনেছবি: dapd

ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের হিসাবে, ২০১১ সালের ১৯তম মারাত্মক ঝড়ো হানা টাইফুন ওয়াশি৷ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ এই দ্বীপপুঞ্জটিতে প্রায় প্রতি বছরই ২০টি বড় মাপের ঝড়-তুফান আঘাত হানে৷ শুক্রবার রাতে অধিকাংশ মানুষ যখন ঘুমে মগ্ন, এমন সময়ই ঝড় ও জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেছে মিন্দানাও দ্বীপের অধিবাসীদের৷ অনেকেই ঝড় ও প্রবল বেগে আসা জলোচ্ছ্বাসের আঘাতে ভেসে গেছে সমুদ্রের মাঝে৷

কিছু ভিডিও ফুটেজে গাড়িগুলোকে শক্ত দেওয়াল কিংবা বাড়ির উপরে হুমড়ি খেতে দেখা গেছে৷ আর পানি কিছুটা কমে আসার পর কাগাইয়ান ডে ওরো এবং ইগান শহরের রাস্তাঘাটে দেখা যাচ্ছে ময়লা, আবর্জনা এবং দুমড়ে-মুচড়ে থাকা গাড়ি ও বাড়ি-ঘরের ভগ্নস্তূপ৷ সরকারি হিসাবে, প্রায় বিশ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের শিকার মানুষদের উদ্ধার তৎপরতায়৷

Flash-Galerie Schwerer Tropensturm Taifun Nesat
জলোচ্ছাসের পাশাপাশি প্রবল বৃষ্টিপাতছবি: dapd

রেড ক্রসের উদ্ধার তৎপরতা

ফিলিপাইন জাতীয় রেড ক্রস জানিয়েছে, এখন পর্যন্ত ২৫৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ রেড ক্রসের মহাসচিব গেন্ডলিন পাঙ জানান, ‘‘এখনও প্রচুর সংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে৷'' উদ্ধারকাজে নিয়োজিত সামরিক সূত্রের বরাত দিয়ে কাগায়ান ডে ওরো নগরীর কাউন্সিলর আলভিন বাকাল জানিয়েছেন, শুধুমাত্র ঐ শহরেই ১০৭ জনের প্রাণহানি ঘটে৷ এছাড়া ইগান নগরীর মেয়র লরেন্স ক্রুজ জানান, টানা ১২ ঘণ্টা ধরে চলমান বৃষ্টির মধ্যে এবং ঝড়ের আঘাতে তাঁর নগরীতে নিহত ১৪৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে৷

নিহত প্রখ্যাত রেডিও সাংবাদিক এনি আলসোনাডো

মেয়র ক্রুজের ভাষ্য মতে, এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন দেশটির প্রখ্যাত রেডিও সাংবাদিক এনি আলসোনাডো৷ তিনি মানুষদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেও জলের তোড়ে ভেসে গেছেন বলে জানিয়েছেন ক্রুজ৷ একই নগরীর সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ব়্যান্ডল্ফ কাবাংবাং জানিয়েছেন, ঐ শহরের অন্তত আড়াইশ' মানুষ এখনও নিখোঁজ রয়েছে৷ এছাড়া মিন্দানাও এর মনকায়ো শহরে ভূমিধসে পাঁচ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছে৷ আর নেগ্রোজ দ্বীপে ২১ জনের প্রাণহানির কথা জানিয়েছে রেড ক্রস৷

এক লাখ মানুষ গৃহহীন

দেশটির সমাজ কল্যাণ দপ্তরের হিসাবে, টাইফুন ওয়াশির আঘাতে অন্তত এক লাখ মানুষ গৃহহীন হয়েছে৷ বাস্তুহারা মানুষদের সাময়িকভাবে ইগান ও কাগায়ান ডে ওরো নগরীতে কয়েক ডজন আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করা হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য