প্রসবকালীন মাতৃমৃত্যু – DW – 21.04.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসবকালীন মাতৃমৃত্যু

২১ এপ্রিল ২০১২

প্রসবকালীন মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে গত কয়েক বছরে৷ ২০০১ সালে প্রতি হাজারে মৃত্যুর হার ছিলো ৩২২ জন৷ আর ২০১০ এই হার নেমে এসেছে মাত্র ১৯৪ তে৷

https://p.dw.com/p/14izU
Eine schwangere Frau hält sich ihren Bauch, sie trägt ein weißes Shirt. 2009
Symbolbild schwangere Frau eine Schwangere Baby Babybauch PID Schwangerschaftছবি: Fotolia/luna

জাতিসংঘের মিলেন্নিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, স্বল্পোন্নত দেশগুলোকে ২০১৫ সালের মধ্যে প্রসবকালে মাতৃমৃত্যুর হার প্রতি বছর শতকরা ৫.৪ ভাগ করে কমিয়ে আনতে হবে৷ তবে বাংলাদেশ তার তিন বছর আগেই সেই লক্ষ্যমাত্রা পূরণ করে এই হার নামিয়ে এনেছে প্রতি বছর শতকরা সাড়ে পাঁচ ভাগে৷ আগের চেয়ে উন্নত মানের চিকিৎসা ও প্রসব সুবিধার কারণে এই সাফল্য এসেছে৷ এজন্য গত প্রায় দুই যুগ ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশের ধাত্রী ও স্ত্রীরোগ বিদ্যা সমিতি বা ওজিএসবি৷ জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ-র সহায়তায় ওজিএসবি বাংলাদেশের নানা জায়গাতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পেশাদার ধাত্রী তৈরির জন্য৷ পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. ফারহাত হোসাইন মাতৃমৃত্যুর হার হ্রাসের পেছনে সাফল্যের প্রধান কারণ হিসেবে ওজিএসবি এবং দক্ষ ধাত্রীদের অবদানকে উল্লেখ করেন৷

woman & the child.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
মা ও শিশুছবি: Harun Ur Rashid Swapan

বিগত ২০০১ সালে বাংলাদেশের মাত্র শতকরা নয় ভাগ গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় চিকিৎসক কিংবা পেশাদার ধাত্রীর সহায়তা নিতেন৷ দশ বছরের মধ্যে সেই হার বেড়ে দাঁড়িয়েছে শতকরা ২৩ ভাগে৷ সংশ্লিষ্টদের আশা, আগামী ২০১৫ সালের মধ্যে শতকরা ৫০ ভাগ গর্ভবতী নারীই সন্তান প্রসবের সময় আধুনিক চিকিৎসার শরণাপন্ন হবেন৷ অধ্যাপক ফারহাত হোসাইন বলেন, বাংলাদেশের বেশিরভাগ জায়গা এমনকি গ্রামে গঞ্জেও এখন দক্ষ ধাত্রীর খোঁজ মেলে৷

তবে এখনও বহু নারী রয়েছেন যারা পরিবারের চাপে বাসাতেই সন্তানের জন্ম দেন৷ বাংলাদেশে প্রতি বছর অন্তত ২৪ লাখ নারী ঘরেই সন্তানের জন্ম দেন কোন আধুনিক ব্যবস্থা ছাড়াই৷ ড. ফারহাত হোসাইনের মতে, গর্ভাবস্থায় যে কোন জটিলতা এড়ানোর জন্য প্রসূতি নারীর বিশেষ যত্নের প্রয়োজন হয়৷ উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় সাত হাজার দক্ষ ধাত্রী কাজ করছেন অন্তত দশ হাজার কমিউনিটি ক্লিনিকে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য