পোলান্ডের বিরুদ্ধে সান্ত্বনার ‘‘ড্র’’ করল জার্মানি – DW – 07.09.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোলান্ডের বিরুদ্ধে সান্ত্বনার ‘‘ড্র’’ করল জার্মানি

৭ সেপ্টেম্বর ২০১১

দিন কয়েক আগে অস্ট্রিয়াকে ৬-২ গোলে হারিয়ে বেশ উৎফুল্ল ছিল জার্মান দল৷ সম্ভবত সেকারণেই পোল্যান্ডকে খুব একটা গুরুত্ব দিতে চায়নি ইউরোপীয় ফুটবলের এই পরাশক্তি৷ মোটের ওপর, কোচ ইওয়াখিম ল্যোভও খানিকটা হালকা দল নামান মাঠে৷

https://p.dw.com/p/12UH8
পোল্যান্ড জার্মানি ম্যাচের একটি মুহূর্তছবি: picture-alliance/dpa

কোচ এর এই ‘হালকা' দল এবং ভিন্ন আঙ্গিকে খেলার ফলাফল হতে পারত ভয়াবহ৷ জার্মানি আর পোল্যান্ডের গত ১৭ টি লড়াইয়ের একটিতেও জয় পায়নি পোলিশরা৷ মঙ্গলবার ডানসিগ শহরে নিজেদের ঘরের নতুন মাঠে সে রেকর্ড আরেকটু হলেই ভেঙে যেত৷ জার্মান তারকা কাকাও  ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল করে সম্মান বাঁচিয়েছে জার্মানি'র, তাও আবার ‘‘ড্র'' করে৷

ইউরো ২০১২'র সহ-আয়োজক পোল্যান্ডের কাছে এমনভাবে বিপদে পড়বে জার্মানরা, সেটা বোধহয় একেবারেই আশা করেননি ল্যোভ৷ তাহলে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, মেসুত ওয়েজিল এবং গোলরক্ষক মানুয়েল নয়ারকে এই খেলা থেকে বিশ্রামে পাঠাতেন না তিনি৷ তাছাড়া ৪-১-৪-১ কৌশলে মাঠে খেলোয়াড় সাজিয়েও খুব একটা সুবিধা হয়নি পোল্যান্ডের বিরুদ্ধে৷ কোচ স্বীকারও করলেন সেকথা৷ খেলা শেষে তিনি বলেন, ‘‘কোন কৌশল যদি ঠিকভাবে কাজ না করে, সেটার দায় আমার উপরও বর্তায়৷ বিশেষ করে যদি দলে খুব বেশি পরিবর্তন আনা হয়''৷

এই প্রীতি ম্যাচে অবশ্য জার্মানির নবীন তারকারা সুযোগ পেয়েছে৷ তাছাড়া পোলিশ দলের দুই গোলদাতাও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এর তারকা৷ খেলার ৫৫ মিনিটে রবার্ট লেভানড্ভস্কি স্বাগতিকদের পক্ষে প্রথম গোল করেন৷ এরপরের দুটি গোলই আসে পেনাল্টি থেকে৷ ৬৮ মিনিটের মাথায় জার্মান মধ্যমাঠের খেলোয়াড় টনি ক্রোস পেনাল্টি শট থেকে খেলায় সমতা আনেন৷ এরপর ইনজুরি টাইমের ৯১ মিনিটে পোল্যান্ডের পক্ষে পেনাল্টি, গোল করেন ইয়াকুব বাসোকস্কি৷ ফলে ২-১ গোলে এগিয়ে যায় পোল্যান্ড৷

এই গোলের পর অনেকেই ভাবতে শুরু করেছিলেন, প্রতিবেশী পোল্যান্ডের কাছে পরাজয় বুঝি নিশ্চিত করল জার্মানি৷ কিন্তু না, ৯৪ মিনিটে এক নাটকীয় গোল খেলায় সমতা আনে, নায়ক এবার কাকাও৷ খেলোয়াড়দের ভীড়ের মাঝে এক খোঁচায় প্রতিপক্ষের গোলে বল জড়ান তিনি৷

পোলিশ বংশোদ্ভূত জার্মান খেলোয়াড় লুকাস পোডোলস্কি মাঠের এই লড়াই প্রসঙ্গে বলেছেন, ‘‘এটা একটা বিশেষ খেলা ছিল৷ প্রথমার্ধে আমরা গোলের কিছু সুযোগ পেয়েছিলাম, সেগুলো কাজে লাগাতে পারলে ফলাফল বদলে যেত''৷ একইসঙ্গে পোলিশদের প্রশংসাও করেছেন লুকাস৷ তাঁর কথায়, ‘‘তারা সত্যিই লড়াই করছে''৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক