আওয়ামী লীগের কাউন্সিল – DW – 29.12.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগের কাউন্সিল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৯ ডিসেম্বর ২০১২

শনিবার বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের কাউন্সিল৷ এই কাউন্সিলের মাধ্যমে দলের গঠনতন্ত্র এবং ঘোষণা পত্রে পরিবর্তন আসবে৷ পরিবর্তন আসতে পারে নেতৃত্বেও৷ তবে সেই পরিবর্তন হবে দলকে আরো শক্তিশালী করার জন্য৷

https://p.dw.com/p/17AgN
ছবি: picture alliance / ZUMA Press

আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর এটা দলের ২৯তম কাউন্সিল৷ আর বর্তমান সরকারের মেয়াদে দ্বিতীয়৷ সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০০৯ সালে৷ বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত ২৪শে জুলাই৷ তাই নির্বাচন কমিশন আইনের বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগ তৃনমূল এবং জেলা পর্যায়ের কাউন্সিল না করেই কেন্দ্রীয় কাউন্সিল করছে৷ তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দাবি করেছেন, শিগগিরই সারা দেশে তৃনমূল পর্যয়েও কাউন্সিল অনুষ্ঠিত হবে৷

এবারের কেন্দ্রীয় কাউন্সিলে আওয়ামী লীগ প্রেসিডিয়ামে নতুন আরো মুখ যোগ হতে পারে৷ যাঁরা গত কাউন্সিলে বাদ পড়েছিলেন এরকম বেশ কয়েকজন সিনিয়র নেতা আবারো উঠে আসতে পারেন এই নীতি নির্ধারণী কমিটিতে৷ খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা ড. আব্দুর রজ্জাক বলেন, নতুন-পুরাতন মিলিয়েই এবারের কমিটি হবে৷ তবে নতুনদের অবস্থান হবে আরো সংহত৷

সিনিয়র নেতা সৈয়দা সাজেদা চৌধুরীও একই ধরনের কথা বলেন৷ তিনি জানান, তাঁর মতো জ্যেষ্ঠরাও যেমন থাকবেন, তেমনই থাকবেন নতুনরাও৷

এদিকে, আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিবর্তন আসার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাঙ্গির কবির নানক৷ তিনি বলেন, এজন্য আগে থেকেই একটি শক্তিশালী কমিটি কাজ করে আসছে৷ আর খাদ্যমন্ত্রী ড. আব্দুর রজ্জাক বলেন, এই পরিবর্তন আনা হবে গঠনতন্ত্রকে আধুনিক এবং যুগোপযোগী করতে৷ পরিবর্তনে তৃনমূলের মতামতকেও গুরুত্ব দেয়া হবে৷

এই কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের বাইরে দেশি-বিদেশি রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ তবে স্বাধীনতা বিরোধী কোনো দল বা ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য