ভোট গ্রহণ শেষ – DW – 05.01.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট গ্রহণ শেষ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ জানুয়ারি ২০১৪

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে৷ নির্বাচনি সহিংসতায় এই পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ হামলা এবং আগুন ধরিয়ে দেয়ায় নির্বাচন কমিশন ১৩৯টি ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করেছে৷

https://p.dw.com/p/1AlPn
ঢাকার একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটারছবি: AFP/Getty Images

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলীয় জোট এই নির্বাচন বর্জন করেছে৷

রবিবার সকালে নির্বাচন শুরুর আগে থেকেই শুরু হয় সহিংসতা৷ নির্বাচন বিরোধীরা ভোটকেন্দ্রে হামলা চালায়৷ আর তা প্রতিহতে সহিংসতা আরো বিস্তৃত হয়৷ এই সহিংসতায় রংপুরে দুই জামায়াত কর্মী, ঠাকুরগাঁয়ে সহকারী প্রিজাইডিং অফিসার, নীলফামারিতে এক শিবির কর্মী সহ দুইজন, দিনাজপুরে এক বিএনপি কর্মী ও লালমনিরহাটে এক যুবদল কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

Bangladesch Parlamentswahlen
পোলিং বুথ খুঁজে পেতে সাহায্যপ্রার্থী এক ভোটারছবি: AFP/Getty Images

ভোটের আগের দিন থেকে ভোট গ্রহণের দিন রবিবার পর্যন্ত ১০০ ভোটকেন্দ্রে হামলা হয়েছে৷ এছাড়া ভোটকেন্দ্র হওয়ায় পুড়িয়ে দেয়া হয়েছে ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান৷ সেসব প্রতিষ্ঠানের নতুন বইও পুড়ে গেছে৷ এছাড়া রংপুরের পীরগাছাসহ কয়েকটি এলাকায় নির্বাচনি কর্মকর্তাদের ভোটকেন্দ্রে যেতে নির্বাচন বিরোধীরা বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে৷ বগুড়ায় কয়েকটি কেন্দ্রে ভোট শুরুর পর নির্বাচন বিরোধীরা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্র দখল করেছে বলে খবর পাওয়া গেছে৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের কাণ্ড

পাবনার সাথিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসসুল হক টুকুর ছেলে আশিক আলম সামস এবং টুকুর ব্যক্তিগত সহকারী আনিসুজ্জামানের নেতৃত্বে ৪টি কেন্দ্রের ভোট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে৷

Bangladesch Parlamentswahlen
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছেছবি: AFP/Getty Images

সকাল ১১টায়ও শুরু করা যায়নি

গাইবান্ধায় শতাধিক কেন্দ্রে সকাল ১১টায়ও ভোটগ্রহণ শুরু করা যায়নি৷ সহিংসতার কারণে ব্যালট পেপার না পৌঁছানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আর কারচুপির অভিযোগে লক্ষ্মীপুর-৪ আসনের ২ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন৷

ঢাকায় উপস্থিতি খুবই কম

এদিকে ঢাকায় ভোটার উপস্থিতি খুবই কম৷ ঢাকা-৭ আসনের একটি কেন্দ্রে পুলিশের সামনেই ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন কয়েকজন৷ এরপর থেকে বেশ কয়েকটি ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়৷ সহিংসতা বন্ধে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে৷

এদিকে নির্বাচন কমিশন সহিংসতা এবং ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়ার কারণে ১৩৯টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে৷

Bangladesch Wahlen 04. Januar 2014
নির্বাচনি সহিংসতায় পুড়েছে ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানছবি: Reuters

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১২টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে৷ প্রধান বিরোধী দল বিএনপিসহ ২৫টি দল এই নির্বাচন বর্জনের পর তা প্রতিহত করতে একইসঙ্গে হরতাল ও অবরোধ পালন করছে৷

সকাল ৮টায় নির্বাচন শুরু হলেও ঢাকা ও ঢাকার বাইরে যে ৫৯ জেলায় নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি কম বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ ৫ জেলায় কোনো নির্বাচন হচ্ছে না৷

রোববারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷ তাই নির্বাচন হচ্ছে বাকি ১৪৭ আসনে৷ এতে মোট ভোটার ৪,৩৯,৩৭,৯৩৭ জন৷ প্রার্থী ৩৯০ জন৷ অর্ধেকেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ভোটারের ৫২ ভাগের ভোট দেয়ার সুযোগ নেই৷ এমনকি এই কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও ভোট দিতে পারছেন না৷

২০০৮ সালের ২৯ ডিসেম্বর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ছিলেন ৫৮৫ জন৷ আর এবার ভারত ও ভুটান থেকে দু'জন করে মোট ৪ জন পর্যবেক্ষক এসেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য