নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হলে বেশি দাম দিতে হবে – DW – 25.09.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হলে বেশি দাম দিতে হবে

২৫ সেপ্টেম্বর ২০১১

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চললেও সাশ্রয়ের চেষ্টা চালাবে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সচিব আবুল কালাম আজাদ৷

https://p.dw.com/p/12fsu
শিল্প কারখানার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎছবি: AP

তিনি বলেছেন, শিল্পখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হলে বেশি দাম দিতেই হবে৷ কারণ অব্যাহতভাবে ভর্তুকি দেয়া সম্ভব নয়৷

জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর পর এখন বিদ্যুতের দাম বাড়ানো সময়ের ব্যাপার মাত্র৷ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি ইতিমধ্যেই বিদ্যুতের দাম পাইকারী পর্যায়ে শতকরা ১৫ ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে৷ পিডিবির চেয়ারম্যান আলমগির কবির জানান, বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী কার্যক্রম হাতে নেয়া হবে৷ এর ফলে দাম যা বাড়বে তার চাপ তেমন পড়বে না গ্রাহকের ওপর৷

সরকার বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে গ্রাহকদের কাছে বিক্রি করে৷ এতে বিদ্যুৎ খাতে বছরে ভর্তুকি দিতে হয় চার হাজার কোটি টাকা৷ অর্থনীতিকে সচল রাখতেই এই ভর্তুকি৷ তবে  বিদ্যুৎ ও জ্বালানি সচিব আবুল কালাম আজাদ বলেন এই ভর্তুকি দীর্ঘদিন টানা সম্ভব নয়৷ তার যুক্তি বিদ্যুতের দাম বাড়লে সেই টাকা অর্থনীতিতেই ফিরে আসবে৷ যা অর্থনীতিকে চাঙ্গা করবে৷

এদিকে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে শিল্পখাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের কথা বলা হয়েছে৷ বিনিময়ে তাদের সাধারণ গ্রাহকদের তুলনায় বেশি দাম দিতে হবে, যা সাধারণ গ্রাহদের ওপর দামের চাপ কমাতে কিছুটা হলেও সহায়ক হবে৷ জানালেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন৷

নিরবচ্ছিন্ন বিদ্যুতের শর্তে শিল্পপতি ও ব্যবসায়ীদের বেশি দাম দিতে আপত্তি নেই৷ তবে এজন্য তারা তাদের সঙ্গে মতবিনিময়ের কথা বলেছেন ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য