জনগণের প্রত্যাশা – DW – 14.09.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনগণের প্রত্যাশা

১৪ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশের নতুন সাতজন মন্ত্রী, প্রতিমন্ত্রীর কাছে আলাদাভাবে কোনো প্রত্যাশা নেই সাধারণ মানুষের৷ তাঁরা মনে করেন, মানুষের কষ্ট, দুর্ভোগ যাতে লাঘব হয় সরকার যেন সেই উদ্যোগ নেয়৷

https://p.dw.com/p/169ED
ছবি: AP

আর বিশ্লেষকরা বলছেন, এটা ক্ষমতার ভাগাভাগি, নাকি উন্নয়নের জন্য করা হয়েছে তা দেখতে হবে৷ তবে নতুনরা কিছু করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক৷

নতুন পাঁচজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী দপ্তর পাবেন রোববার৷ তবে সাধারণ মানুষের কথা হলো, কত জন মন্ত্রী হলো তা বড় কথা নয়, বড় কথা হলো সরকার দেশের মানুষের জন্য নতুন কিছু করল কিনা৷ আর নীতির পরিবর্তন না হলে মন্ত্রিসভার সদস্য বাড়িয়ে কোনো লাভ নেই৷ তারপরও নতুন মন্ত্রীরা যেন সৎ থাকেন মানুষের কল্যাণে কাজ করেন এমন প্রত্যাশাতো আছেই৷

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, নতুন মন্ত্রীদের ক্ষমতার ভাগাভাগির জন্য নেয়া হয়েছে, নাকি সরকারের নির্বাচনি প্রতিশ্রতি পুরণে কাজে গতি আনতে নেয়া হয়েছে তা দেখতে হবে৷ অল্প সময়ে তাদের সাফল্য নির্ভর করবে তাদের অন্তর্ভুক্তির উদ্দেশ্যের ওপর৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান অবশ্য আশাবাদী৷ তিনি মনে করেন, নতুন যাদের মন্ত্রিসভায় নেয়া হয়েছে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে৷ তারা নতুন মন্ত্রী হিসেবে নিশ্চয়ই ভাল কিছু করার চেষ্টা করবেন৷

বিশ্লেষকদের মতে নতুন এই মন্ত্রীদের হাতে সময় খুব কম, এক বছরের একটু বেশি৷ তারা সরকারের শেষ সময়ে মন্ত্রীত্ব পেয়েছেন৷ তাই তাদের ঝুঁকি যেমন আছে তেমনি সুযোগও আছে৷ কারণ সরকার শেষ সময়ে নির্বাচনের জন্য হলেও ভাল কিছু করার চেষ্টা করে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য