প্রজন্ম চত্বর – DW – 19.02.2013
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রজন্ম চত্বর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ ফেব্রুয়ারি ২০১৩

শাহবাগ প্রজন্ম চত্বরের প্রতিবাদ দাবি আদায় না হওয়া থামবেনা৷ এজন্য যদি বছরও লেগে যায় তরুণ প্রজন্ম ক্লান্তিহীনভাবে আন্দোলন চালিয়ে যাবে৷ তবে তারা মনে করে ইতিমধ্যেই তাদের কিছু সাফল্য এসেছে৷

https://p.dw.com/p/17gy9
ছবি: REUTERS

শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণের মঙ্গলবার ১৫তম দিন৷ যতই দিন যাচ্ছে এখানে মানুষের অংশগ্রহণ বাড়ছে৷ এই শাহবাগের ঢেউ শুধু সারা দেশে নয়, সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে৷ ব্লগাররা ৫ই ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে যে আন্দোলন শুরু করেছিলেন, তা আজ জনতার প্রাণের আন্দোলনে পরিণত হয়েছে৷ তাই প্রশ্ন ছিল ব্লগার আবু সুফিয়ানের কাছে, ১৫ দিনের এই আন্দোলনের সাফল্য কী৷ তাঁর মতে, বড় সাফল্য হল মুক্তিযুদ্ধের চেনায় দেশবাসী আবার ঐক্যবদ্ধ হয়েছে৷

Bangladesh Protest gegen Kriegsverbrecher
চলছে বিক্ষোভছবি: REUTERS

তিনি বলেন, এর বাইরে সুযোগ তৈরি হয়েছে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করার৷ যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিষিদ্ধ করার পথও প্রশস্ত হয়েছে৷ তবে তাদের দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে৷ আন্দোলন চালিয়ে যেতে তারা কখনো ক্লান্ত হবেন না৷

ইতিমধ্যেই শাহবাগের এই গণজাগরণ নিয়ে একটি মহল অপপ্রচার শুরু করেছে৷ অনলাইনসহ কয়েকটি সংবাদ মাধ্যমও এই অপপ্রচারে অংশ নিচ্ছে৷ এর জবাবে আবু সুফিয়ান বলেন, এই গোষ্ঠীটি একাত্তরে মুক্তিযোদ্ধাদের ‘সন্ত্রাসী' বলতেও কুণ্ঠিত হয়নি৷ তাদের দেশের মানুষ চেনেন৷ তারাই জবাব দেবেন৷

এদিকে ২১শে ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশ করবে তরুণ প্রজন্ম৷ আগামীকাল বুধবার মুক্তিযোদ্ধাদের কাছে শত শত চিঠি লিখে তা বেলুনে বেধে উড়িয়ে দেয়া হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য