দুই দেশের মধ্যে এখন সহযোগিতা ও সহমর্মিতা  থাকবে: সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির – DW – 15.09.2024
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই দেশের মধ্যে এখন সহযোগিতা ও সহমর্মিতা  থাকবে: সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির

১৫ সেপ্টেম্বর ২০২৪

https://p.dw.com/p/4keA7

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাক স্বাধীনতা নাগরিক অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার নিয়ে আগে থেকেই কথা বলে আনছিলো। এখন একটি স্বৈরাচারি সরকারের পতন এবং নতুন অন্তর্বর্তী সরকারের শুরুতে তাই মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরের রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক গুরুত্ব আছে। মার্কিনিরা যেটা চেয়েছিলো সেটা এখন আমরাই করছি। ফলে দুই দেশের মধ্যে এখন সহযোগিতা ও সহমর্মিতা  থাকবে। আর ড. ইউনূস আন্তর্জাতিকভাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব । এটাও দুই দেশের সম্পর্কের জন্য একটা গুরুত্বপূর্ণ  বিষয়।”

তার কথা ," ডোনাল্ড লু ভারত সফর করে বাংলাদেশে এসেছেন। তিনি যদি বাংলাদেশ সফর করে ভারতে যেতেন তাহলে হিসাবটি সহজ ছিলো। তারা বাংলাদেশের পরিস্থিতি দেখে ভারতের সঙ্গে কথা কলত। কিন্তু তারপরও আমি মনে করি তারা বাংলাদেশ সফরের পরও বাংলাদেশ নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারবে। বাংলাদেশের ব্যাপারে ভারতের অবস্থান কী হতে পারে তা নিয়ে নিশ্চয়ই তারা ভারতকে বলবে। বাংলাদেশকে ভারতের চাপমুক্ত রাখতে নিশ্চয়ই তাদের একটা ভূমিকা থাকবে। আর বাংলাদেশও ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সু সম্পর্ক স্থাপন করতে চায়। সেটা প্রধান উপদেষ্টাও বলেছেন।”

তিনি বলেন, এবারের ভিজিটের প্রধান বিষয় হলো বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের রিজার্ভের সংকট আছে , অর্থনৈতিক ব্যবস্থাপনায় জটিলতা আছে, রপ্তানির সংকট আছে। তারা মূলত এবার বাংলাদেশের অবস্থা দেখছেন। তার ভিত্তিতে তাদের সহায়তার হাত বাড়বে বলে মনে করছি। বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা পুরোটা তারা দেখছেন। তারা আসলে মূল্যায়ন করছেন তারা অর্থনৈতিক সংস্কারসহ অন্যান্য সংস্কারের বিষয়গুলো দেখছেন। এটা আসলে  দুয়ার খোলার সফর।”