সিরিয়ায় সংঘর্ষ – DW – 19.03.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় সংঘর্ষ

১৯ মার্চ ২০১২

সিরিয়ার রাজধানী দামেস্কে আজ ভোরে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ এদিকে জাতিসংঘ ও ওআইসি’র মিশন সিরিয়ায় তাদের কাজ শুরু করেছে৷

https://p.dw.com/p/14Mqy
ছবি: AP

সংঘর্ষের বিস্তারিত

সংঘর্ষের শুরু রাত তিনটার দিকে৷ ঘটনাস্থল ছিল দামেস্কের পশ্চিমের মাঝেহ শহর৷ এলাকাটিতে নিরাপত্তা বাহিনীর প্রধান কার্যালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে৷ রয়েছে কয়েকটি দেশের দূতাবাসও৷ ফলে বেশ সুরক্ষিত এলাকা মাঝেহ৷ সেখানে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ এতে তিন ‘সন্ত্রাসী' ও একজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি টেলিভিশন৷ এদিকে ব্রিটেন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলছেন, সংঘর্ষ কমপক্ষে ১৮ জন সরকারি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন৷ তিনি বলছেন এক বছর আগে আন্দোলন শুরু হওয়ার পর থেকে দামেস্কে এটাই ছিল সবচেয়ে বড় সংঘর্ষ৷

Syrien Bürgerkrieg Kämpfe in Idlib Rebellen
আন্দোলনকারীরা পিছিয়ে পড়তে রাজি নয়ছবি: AP

মিশনের উদ্দেশ্য

মানবাধিকার পরিস্থিতি যাচাই করা তাদের মূল উদ্দেশ্য৷ এজন্য পাঁচ সদস্যের দলটি সিরিয়ার মোট ১৫টি শহরে যাবে বলে জানা গেছে৷ এছাড়া মানবিক কার্যক্রম যেন ঠিকভাবে পরিচালনা করা যায় সেজন্য প্রতিদিন অন্তত দুই ঘন্টা করে যুদ্ধবিরতির প্রস্তাব করবেন তারা৷ এবং এই প্রস্তাব যেন গৃহীত হয় সে লক্ষ্যে আলোচনা করবেন তারা৷ এসব কাজের জন্য তাদের সিরিয়ায় সাত থেকে ১০ দিন থাকতে হতে পারে৷ এরপর তারা জাতিসংঘ এবং ওআইসি'র কাছে প্রতিবেদন পেশ করবেন৷ এর উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে৷ জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কোফি আনান আবারও সিরিয়ায় যাবেন কী না - সেটাও নির্ভর করবে এই মিশনের প্রতিবেদনের উপর৷ পাঁচ সদস্যের এই দলে ওআইসির তিনজন সদস্য রয়েছেন৷ এদিকে এই মিশনকে যেন নিরপেক্ষভাবে কাজ করতে দেয়া হয় সেজন্য সিরিয়ার সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ওআইসি৷

Syrien Bürgerkrieg Kämpfe in Idlib Rebellen
বিদ্রোহীরা চালিয়ে যাচ্ছে যুদ্ধছবি: AP

পরিসংখ্যান

জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত অর্থাৎ গত এক বছরে প্রায় ৩০ হাজার সিরীয় নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছে৷ আর প্রায় ২০ হাজার লোককে দেশের ভেতরেই তাদের স্থান পরিবর্তন করতে হয়েছে৷ এদিকে নিহত হয়েছে ৯,১০০ জনেরও বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য