‘তিস্তার পানি বণ্টনের সমস্যার একটি সমাধান হতে যাচ্ছে' – DW – 11.11.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তিস্তার পানি বণ্টনের সমস্যার একটি সমাধান হতে যাচ্ছে'

১১ নভেম্বর ২০১১

মালদ্বীপের আদ্দু সিটিতে চলছে সার্ক শীর্ষ সম্মেলন৷ দক্ষিণ এশিয়ার আটটি দেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে প্রাধান্য পাচ্ছে আঞ্চলিক নানা ইস্যু৷ এই সম্মেলন উপলক্ষ্যে বর্তমানে আদ্দুতে অবস্থান করছেন সাংবাদিক সাইফুল ইসলাম শামীম৷

https://p.dw.com/p/138g5
তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি দ্রুত স্বাক্ষর করতে চান দুই নেতাছবি: UNI

সার্কের চলতি শীর্ষ সম্মেলনের মূলত চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম শামীম৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আঞ্চলিক আন্তঃসংযোগ, সার্ক বীজ ভাণ্ডার গঠন, সার্কভুক্ত দেশগুলোতে পণ্য এবং সেবার মানের ক্ষেত্রে একটি অভিন্ন কাঠামো নির্ধারণ এবং পর্যটন বিষয়ে সার্ক সম্মেলনে প্রথম পর্যায়ের আলোচনা হয়েছে৷''

সাইফুল ইসলাম বলেন, ‘‘সার্কের পর্যবেক্ষক মর্যাদা পেতে আবেদন করে তুরস্ক৷ সম্মেলনের সচিব এবং মন্ত্রী পর্যায়ে তুরস্কের আবেদন গ্রহণ করা হয়েছে৷ শুক্রবার এটি শীর্ষ পর্যায়ে উপস্থাপন করা হবে, যাতে তুরস্ককে সার্কের দশম পর্যবেক্ষক হিসেবে অনুমোদন করা হয়৷''  

Logo SAARC South Asian Association For Regional Cooperation
সার্ক সম্মেলনে চলছে একাধিক বিষয় নিয়ে তৎপরতা

বৃহস্পতিবার সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘‘সার্কের সবগুলো বিষয়ই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে৷ সার্ক অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে সড়ক, নৌ এবং বিমান পথে আন্তঃসংযোগ বাড়ানোর দিকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী৷''  

সার্ক সম্মেলন শুরুর আগেই মালদ্বীপে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে আলোচনা হয়েছে এবং সেখানে তিস্তার পানি বণ্টন নিয়েও কথা হয়েছে৷ সাইফুল ইসলাম জানান, ‘‘সেই বৈঠকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন না৷ তবে বিভিন্ন সূত্রে যতটুকু জানা গেছে, তা হচ্ছে, তিস্তার পানি বণ্টনের সমস্যার একটি সমাধান হতে যাচ্ছে৷ এবং এটি আগে যে পর্যায়ে ছিল সেখান থেকে এই শীর্ষ পর্যায়ের বৈঠকের পর আরো খানিকদূর এগিয়েছে৷ এবং সেটা ইতিবাচক অর্থে৷''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান