‘ঘাতক’ বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড – DW – 22.02.2017
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঘাতক’ বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২২ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলার রায় হয়েছে৷ রায়ে বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/2Y4tQ
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages

বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর এ রায় ঘোষণা করেন৷ এ সময় বাসচালক, অর্থাৎ আসামি জামির হোসেনও আদালতে উপস্থিত ছিলেন৷ রায় ঘোষণার সময় আদালতে নিহত ব্যক্তিদের কোনো স্বজন ছিলেন না৷

সাড়ে পাঁচ বছর আগের সড়ক দুর্ঘটনাটির রায় সম্পর্কে ‘নিরাপদ সড়ক চাই'-এর প্রধান, অভিনেতা ইলিয়াস কাঞ্চণ ডয়চে ভেলেকে টেলিফোনে বলেন, ‘‘এই রায় কার্যকর হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে৷ চালকরা সতর্ক হবেন৷ এটা  একটা প্রশংসার যোগ্য রায়৷''

মামলার রায়ে বিচারক উল্লেখ করেছেন, ‘‘মামলাটির তদন্তের সময় প্রকাশ পায় আসামি জামির হোসেনের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ দুর্ঘটনার তিন বছর আগেই শেষ হয়ে গিয়েছিল৷ কিন্তু, অবৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্সের একটি ভুয়া নবায়ন স্লিপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছিলেন জামির হোসেন৷ এছাড়া বাসের যান্ত্রিক ত্রুটিও ছিল৷ বিআরটিএ-র বেঁধে দেয়া গতির চেয়ে বেশি গতিতে বাস চালাচ্ছিলেন তিনি৷'' বাসটির ফিটনেস সার্টিফিকেট ছিল না বলেও উল্লেখ করা হয় রায়ে৷

বিচারক পর্যবেক্ষণে আরো বলেছেন, ‘‘আসামির বেপরোয়া আচরণ ও অবহেলার কারণে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু ঘটে৷ এতে বাংলাদেশের মিডিয়া জগৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ কাজেই এই ধরনের অপরাধ সংঘটনকারী আসামিকে দণ্ড দেওয়ার ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই৷''

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৪২৭ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়৷ দণ্ডবিধির ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি হয়৷  আর দণ্ডবিধি ৪২৭ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তাঁকে৷

প্রসঙ্গত, এরই মধ্যে মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামিপক্ষের দুজন সাফাই সাক্ষী গ্রহণ সম্পন্ন করেছেন আদালত৷

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল' ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফিরছিলেন খ্যাতিমান চিত্র পরিচালক তারেক মাসুদ, শহিদ বুদ্ধিজীবী ও নাট্যকার মুনীর চৌধুরীর ছেলে, এটিএন নিউজের প্রধান নিবার্হী মিশুক মুনীর ও আরো কয়েকজন৷ বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীর, মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন৷ এ দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন৷

ইলিয়াস কাঞ্চন

দুর্ঘটনার পর ঘিওর থানার তখনকার এসআই লুৎফর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন৷ পরের দিন বাস চালক জামির হোসেনকে মেহেরপুরে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়৷ ডিবির তখনকার ইন্সপেক্টর আশরাফ-উল ইসলাম মামলার তদন্ত করে চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে ২৭৯, ৩৩৭, ৩৩৮(ক), ৩০৪ ও ৪২৭ ধারায় আদালতে চার্জশিট জমা দেন৷

‘নিরাপদ সড়ক চাই'-এর ইলিয়াস কাঞ্চণ বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছি৷ সড়কের ত্রুটি দূর করতে, যানবাহনের ত্রুটি দূর করতেকিছু কাজ হয়েছে৷ কিন্তু গত ডিসেম্বর-জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা আবার ব্যাপকভাবে বেড়ে গেছে৷ এর কারণ মনিটিরিং নেই৷''

তবে ইলিয়াস কাঞ্চন মনে করেন, ‘‘এই রায়টি দৃষ্টান্তমূলক হয়েছে৷ কারণ এই ঘটনাকে হত্যাকাণ্ড বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে৷ এখন এটার বাস্তবায়ন প্রয়োজন৷ এটা বাস্তবায়ন হলে চালক, মালিক সব পক্ষই সতর্ক হবেন৷ দুর্ঘটনা কমবে৷ আর এই রায় যদি বাস্তবায়ন না হয়, ঝুলে যায়, তাহলে পরিস্থিতির কোনো উন্নতি আশা করা যায় না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য