টুইটারে আলোচনায় বাংলাদেশ, তবে ইতিবাচক অর্থে নয় – DW – 23.04.2015
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে আলোচনায় বাংলাদেশ, তবে ইতিবাচক অর্থে নয়

২৩ এপ্রিল ২০১৫

টুইটারে আজ আলোচনায় ঘুরেফিরে আসছে বাংলাদেশের কথা৷ না কোনো ইতিবাচক অর্থে নয়৷ রানাপ্লাজার দু'বছরে পূর্তিতে মাইক্রো ব্লগ সাইটটিতে অনেকেই পোস্ট করছেন বিভিন্ন তথ্য, ছবি৷ উদ্দেশ্য সচেতনতা সৃষ্টি৷

https://p.dw.com/p/1FDY6
Bangladesch Textilfabrik Jahrestag Rana
ছবি: DW/M. Mamun

দুই বছর আগে ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে পড়ে৷ এতে প্রাণ হারান ১,১০০ জনের বেশি পোশাক শ্রমিক৷ সেই দুর্ঘটনার পর শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে গোটা বিশ্বে আলোচনার ঝড় ওঠে৷ বিশেষ করে সেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দিকে আঙুল তোলা হয়, যারা কিনা রানা প্লাজায় থাকা পোশাক কারখানায় কাপড় তৈরি করতো৷

রানা প্লাজা ধসের দুই বছর স্মরণ করতে টুইটারে বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে৷ ইংরেজিতে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন সেলফি পোস্ট করতে অনুরোধ জানানো হচ্ছে৷ সেলফিতে অবশ্যই পরিধেয় পোশাকের ট্যাগটি দেখা যেতে হবে৷ এরপর ফেসবুক বা টুইটারে সেই ছবিটি পোস্ট করার সময় ব্যবহার করতে হবে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ৷ পোশাক শ্রমিকদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ এজন্য ‘ফ্যাশন রেভ্যুলেশন' এর সংক্ষিপ্ত রূপ দিয়ে তৈরি হ্যাশগ্যাট #ফ্যাশরেভ ও ব্যবহার করা হচ্ছে৷

বলাবাহুল্য, রানা প্লাজা ধসের পর দু'বছর পেরিয়ে গেলেও এখনো অনেক শ্রমিক ন্যায্য ক্ষতিপূরণ পাননি৷ যেসব আন্তর্জাতিক পোশাক নির্মাতা ব্র্যান্ড সেখানে কাপড় তৈরি করেছিল, তাদের মধ্যে কেউ কেউ সেই দুর্ঘটনার মাশুল চুকাতে গড়িমসি করছেন৷ আর একথা গোটা বিশ্বকে জানানো হচ্ছে ইংরেজিতে #পেআপ হ্যাশট্যাগ ব্যবহার করে৷

উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস পোশাক খাত৷ বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ডগুলো সেদেশে পোশাক প্রস্তুত করে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য