জার্মান কারাগারে ১৫০ উগ্র ইসলামপন্থি – DW – 23.02.2018
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কারাগারে ১৫০ উগ্র ইসলামপন্থি

২৩ ফেব্রুয়ারি ২০১৮

জার্মানির বিভিন্ন কারাগারে দেড়শ'র মতো উগ্র ইসলামপন্থি আটক রয়েছে ও তাদের সংখ্যা আগামীতে আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ মনে করে, এই উগ্রপন্থিদের মত ও আচরণ পাল্টানো জরুরি৷

https://p.dw.com/p/2tCAe
ছবি: picture-alliance/dpa/A. Dedert

‘ডি ভেল্ট’ পত্রিকায় প্রকাশিত জার্মান ফেডারাল অপরাধ দপ্তর বিকেএ-র পরিসংখ্যান অনুযায়ী, জার্মান জেলগুলিতে বিপজ্জনক ইসলামপন্থিদের সংখ্যা প্রায় ১৫০৷ হয় তারা দণ্ডপ্রাপ্ত আসামী, নয় তো তারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তাধীন বলে বিকেএ জানিয়েছে৷ এছাড়া উগ্র ইসলামি মতবাদের প্রতি সহানুভূতিশীল বা প্রত্যক্ষভাবে মদতকারী কিছু ব্যক্তিও জেলে আটক রয়েছে৷

‘‘আগামী কয়েক বছরের মধ্যে আমাদের জেলগুলিতে ইসলামি চরমপন্থিদের সংখ্যা বাড়বে বলে ধরে নেয়া যেতে পারে,’’ হেসে রাজ্যের আইনমন্ত্রী ও সিডিইউ রাজনীতিক এফা ক্যুহনে-হ্যোরমান ‘ডি ভেল্ট’ পত্রিকার সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন৷ এই প্রসঙ্গে তিনি সারা দেশে ইসলামপন্থিদের বিরুদ্ধে শত শত চলতি তদন্তের কথাও উল্লেখ করেন৷

জার্মান কারাগারগুলির অবস্থা

জার্মান জেলগুলিতে বিপুল সংখ্যক ইসলামপন্থির উপস্থিতি ‘‘(জেলে) উগ্রপন্থিদের মত পরিবর্তন ও সন্ত্রাস প্রতিরোধ কর্মসূচির পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে,’’ বলে ক্যুহনে-হ্যোরমান সাবধান করে দেন৷

তিনি বলেন যে, চরমপন্থিদের পুনরায় সমাজে অন্তর্ভুক্ত হতে সাহায্য করার জন্য কারাগারগুলিকে ব্যবহার করা না হলে, ‘‘উগ্র ইসলামপন্থি ও যাদের জার্মানিতে থাকার আশা নেই,’’ এমন সব ব্যক্তিদের অপরিবর্তিত মনোভাব নিয়ে জনজীবনে ফিরিয়ে দিতে হতে পারে৷

গত ডিসেম্বর মাসে জার্মান কর্তৃপক্ষ স্বীকার করেন যে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে পাঁচগুণ বেশি সন্ত্রাস সংক্রান্ত তদন্ত চালু করা হয়েছে৷ সন্ত্রাসবাদী কার্যকলাপের সন্দেহে প্রায় ১,২০০ তদন্ত চলেছে, যার মধ্যে প্রায় ৮০ ভাগের ক্ষেত্রে কোনো-না-কোনো ইসলামি সংযোগ আছে৷ অন্যান্যদের মধ্যে উগ্রপন্থি মওলানা, অসফল আততায়ী ও সিরিয়া বা ইরাক থেকে ফেরা যোদ্ধাদের বিরুদ্ধে তদন্ত চলেছে৷

‘ডি ভেল্ট' পত্রিকার বিবরণ অনুযায়ী, জার্মানির কারাগারকর্মী সমিতি বলেছে যে, ইসলামপন্থি বন্দিদের সংখ্যা কারাগারের কর্মীদের পক্ষে একটি বর্ধিত নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে – যে কারণে সমিতি জেলকর্মীদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ দাবি করেছে৷

প্রতিবেশী দেশ ফ্রান্সে কারাগার প্রহরীরা গতমাসে ধর্মঘট করেন; দেশের কারাগারগুলিতে বন্দিসংখ্যা বাড়ার সঙ্গে সহিংসতাও বেড়েছে বলে তাদের অভিযোগ৷

সংশ্লিষ্ট ঘটনায় জার্মানি থেকে আগত এক বন্দি ইসলামপন্থি জঙ্গি একটি কাঁচি নিয়ে জেলরক্ষীদের আক্রমণ করে৷

এসি/এসিবি (ডিপিএ, কেএএনএন)