জার্মানিতে কলার ঝুড়ি থেকে ৭০ লাখ ইউরোর কোকেন উদ্ধার – DW – 24.09.2024
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কলার ঝুড়ি থেকে ৭০ লাখ ইউরোর কোকেন উদ্ধার

২৪ সেপ্টেম্বর ২০২৪

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সুপারশপে কলার ঝুড়ির মধ্যে ৭০ লাখ ইউরোর কোকেন পাওয়া গেছে৷ তবে পুলিশ সেই সুপারশপের নাম প্রকাশ করেনি৷

https://p.dw.com/p/4l1i2
কলার ঝুড়িতে কোকেন
তদন্তকারীর ধারণা অন্য কেউ কোকেন পাচার করতে চেয়েছিলেন, ভুলে সেটি সুপারশপে চলে এসেছেছবি: Polizei Mönchengladbach/dpa//picture alliance

সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, সুপারশপের কর্মীরা কলার ঝুড়ির মধ্যে ৯৫ কেজি কোকেন খুঁজে পান, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে৷ সুপারশপের নাম প্রকাশ করেনি পুলিশ৷

কলার মধ্যে কীভাবে কোকেন এল?

১০ সেপ্টেম্বর ম্যোয়েনশেনগ্লাডবাখ শহরের একই কোম্পানির দুইটি ভিন্ন সুপারশপে সেখানকার কর্মীরা প্রথমে কোকেন পান৷ একইদিন বিকেলে সুপারশপটির ডুইসবুর্গ, ক্রেফেল্ড, ফিয়ারসেন, হাইন্সবার্গ ও নয়েস এর শাখাগুলোতেও কোকেন পাওয়ার খবর পাওয়া যায়৷

এক বিবৃতিতে ম্যোয়েনশেনগ্লাডবাখ পুলিশ জানিয়েছে, ‘‘তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন এই সুপারশপটি আসলে এই পণ্যের প্রকৃত গ্রাহক না৷ ভুল করে তাদের কাছে এই কোকেন এসেছে৷''

পুলিশ মনে করছে, এই চালানটি দক্ষিণ অ্যামেরিকা থেকে প্রথমে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে এসেছে এবং সেখান থেকে জার্মানির সুপারশপটির বিতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে৷

এসএইচ/জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য