‘জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা আশি লাখের বেশি' – DW – 20.01.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা আশি লাখের বেশি'

২০ জানুয়ারি ২০১২

বাংলাদেশে বর্তমানে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা আশি লাখের বেশি৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন জলবায়ু উদ্বাস্তু বিষয়ক সংগঠন এসিআর'এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া৷

https://p.dw.com/p/13mn9
জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশছবি: Sophie Tarr

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম৷ গত কয়েক বছরে বাংলাদেশ একাধিকবার বড় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে৷ দেশের বিভিন্ন এলাকার পরিবেশেও বিরূপ প্রভাব দেখা যাচ্ছে৷ এই জলবায়ু পরিবর্তনের কারণে অনেক মানুষ নিজের আবাস ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে৷ এসিআর'এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া এই প্রসঙ্গে বলেন, ‘‘বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা নিয়ে বিভিন্ন গবেষক বিভিন্ন রকম সংখ্যা বলছে৷ সেগুলো মোটামুটি ষাট থেকে সত্তর লাখের মধ্যে৷ কিন্তু আমরা যে জরিপগুলো চালাচ্ছি, সেই জরিপ থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা হল, জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা ইতিমধ্যে আশি লক্ষ ছাড়িয়ে গেছে''৷

Bangladesch Überschwemmungen
জলবায়ু উদ্বাস্তুদের চাহিদা মেটানোর ব্যবস্থা করতে হবেছবি: picture-alliance/dpa

জাকারিয়া জানান, জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিভিন্ন বিদেশি সংগঠন বর্তমানে অ্যাডভোকেসি করছে, যাতে করে আন্তর্জাতিক পর্যায় থেকে বড় রকম সহায়তা পাওয়া যায়৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের একশ বিলিয়ন ডলারের মত ক্ষতিপূরণ পাওয়ার কথা রয়েছে৷ কিন্তু ডারবানে এই বিষয়ে আলোচনা তেমন একটা আগায়নি৷ এছাড়া খুলনা এবং সাতক্ষীরায় ইউরোপীয় কমিশনসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা জলবায়ু উদ্বাস্তুদের কয়েকমাস ত্রাণ সহায়তা দিয়েছে৷ কিন্তু এই মুহূর্তে সেই ত্রাণ বন্ধ রয়েছে''৷

উল্লেখ্য, জলবায়ু উদ্বাস্তুদের নতুন আবাসন কিংবা তাদের জন্য নতুনভাবে জীবিকা নির্বাহের পথ তৈরি করে দিতে কাজ করছে এসিআর৷ সংস্থাটি জলবায়ু উদ্বাস্তুদের উপর জরিপ করেছে, তাদের গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করছে৷ জরিপের পর, জলবায়ু উদ্বাস্তুদের জন্য আবাসন, জমির ব্যবস্থাও করছে এসিআর৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান