সেল্ফ ড্রাইভিং কার – DW – 13.06.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেল্ফ ড্রাইভিং কার

১৩ জুন ২০১৪

সেল্ফ ড্রাইভিং কার বা চালকবিহীন গাড়ির কথা বহুদিন থেকেই শোনা যাচ্ছে৷ সুইডেনের একটি নতুন পাইলট প্রকল্পে তার প্রতিফলন দেখা যাচ্ছে৷ অর্থাৎ গাড়িগুলো চালক ছাড়া নিজেরাই সুবিধামত পার্ক করতে পারবে৷

https://p.dw.com/p/1CHIl
ছবি: picture-alliance/dpa

এমনকি গাড়িগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে কোন জায়গাটা খালি আছে এবং কোথায় পার্ক করতে হবে৷ অনুসন্ধানী এই ক্ষমতা ছাড়াও ইঞ্জিন বন্ধ করে চালককে এসএমএস পাঠানোর ক্ষমতাও থাকছে ঐ গাড়ির৷ ফলে গাড়ির মালিক বুঝতে পারবেন গাড়িটি ঠিক কোথায় পার্ক করা হয়েছে৷ ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দরজা-জানালা বন্ধ হয়ে যাবে৷

এই প্রকল্পটি ভলভো কার গ্রুপ, সুইডিশ যোগাযোগ মন্ত্রণালয়, সুইডিশ যোগাযোগ সংস্থা, লিন্ডহোলমেন সায়েন্স পার্ক অ্যান্ড দ্য সিটি অফ গোটেনবার্গ এর যৌথ উদ্যোগে হচ্ছে, যেটির নাম দেয়া হয়েছে ‘ড্রাইভ মি-সেল্ফ ড্রাইভিং কার ফর সাসটেনেবল মোবিলিটি'৷

সুইডেনের রাস্তায় ২০১৭-১৮ নাগাদ এই গাড়ি চলাচল করবে বলে জানিয়েছেন এই প্রকল্পের কর্মকর্তারা৷ সে সময় ১০০ চালকবিহীন গাড়ি রাস্তায় নামাবেন তারা৷

জরুরি ভিত্তিতে ব্রেক করবে গাড়ি

এদিকে জার্মান প্রকৌশলীরা গাড়ির নিরাপত্তা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন৷ ফলে জরুরি কোনো পরিস্থিতিতে চালক সময় না পেলে গাড়ি নিজ থেকেই ব্রেক করবে৷ দ্য এমারজেন্সি স্টিয়ার অ্যাসিস্ট-ইএসএ ডিভাইস কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে খুব নিরাপদভাবে গতি নিয়ন্ত্রণ করে গাড়িটি ব্রেক করবে৷

জার্মান সাপ্লায়ার টিআরডব্লিউ অটোমোটিভ ডর্টমুন্ডের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাথে মিলে এই প্রকল্পে কাজ করছে৷ ২০১৮ সালের মধ্যে এ ধরনের গাড়ি উৎপাদন শুরু করবে ইএসএ৷

এপিবি/এসবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য