ধর্মীয় বিশ্বাস – DW – 13.08.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্মীয় বিশ্বাস

১৩ আগস্ট ২০১২

সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ এবং মহানবী মোহাম্মদ সম্পর্কে একই ধরনের বিশ্বাস ধারণ করেন৷ কিন্তু অন্যান্য ক্ষেত্রে তাদের ধর্মীয় বিশ্বাসে বৈচিত্র রয়েছে৷ বিশেষ করে বয়সের সঙ্গে ধর্মীয় বিশ্বাসেও বৈচিত্র আসে৷

https://p.dw.com/p/15oqv
ছবি: Fotolia/prima

মরোক্কোর রাজধানী রাবাত'এর কথাই ধরুন৷ বিকেল বেলা সেখানকার ক্যাফেগুলো খালি এবং রাস্তাঘাটও বেশ নিরব থাকে৷ রাবাতের বাসিন্দারা সেসময় মূলত সূর্যাস্তের জন্য অপেক্ষা করেন৷ কেননা, সূর্যাস্তের পর ধর্মীয় রীতি অনুযায়ী ইফতার বা খাদ্য ও পানীয় গ্রহণের সুযোগ পাবেন তারা৷ এখন রমজান মাস, এই মাসে বিশ্বের অনেক মুসলমানই পবিত্র ধর্মীয় রীতি অনুসরণ করে সারাদিন রোজা পালন করে থাকেন৷

অবশ্য খোদ মরোক্কোতেও ভিন্নতা রয়েছে৷ সেদেশের একদল তরুণ একটি প্রচারণা চালাচ্ছেন, যার শিরোনাম ‘আমরা রোজা রাখিনা'৷ এই প্রচারণার সঙ্গে যুক্ত ২৩ বছর বয়সি ইমাদ ইড্ডিন হাবিব জানিয়েছেন, ‘‘আমরা সমাজকে বোঝাতে চাই, আমরা আলাদা৷''

মরক্কো মূলত একটি উদার এবং সহনশীল মুসলিম দেশ৷ সেদেশের ৮৯ শতাংশ মানুষই তাদের ধর্মীয় বিশ্বাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন৷ সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার এক গবেষণার ভিত্তিতে জানিয়েছে এই তথ্য৷ বিশ্বের ৩৯টি দেশের ৩৮ হাজার মুসলমান সংস্থাটির গবেষণায় অংশগ্রহণ করেছে৷ গবেষণাটির সহ-লেখক নেহা সেগাল এই বিষয়ে বলেন, ‘‘মধ্যপ্রাচ্য, সাব-সাহারান আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের মানুষের কাছে সামগ্রিকভাবে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ আমরা দেখেছি, সাব-সাহারান অঞ্চলে খ্রিষ্টানরাও অত্যন্ত ধার্মীক৷ কিন্তু রাশিয়াতে পরিস্থিতি অন্যরকম৷ সেখানে তরুণরা বেশি ধার্মিক৷''

Neha Sahgal Pew Research Center
নেহা সেগালছবি: Pew Research Center

বিশ্বের প্রতি চারজন মানুষের একজন ইসলাম ধর্মে বিশ্বাসী৷ পিউ রিসার্চ'এর গবেষণা অনুযায়ী, বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা ১.৬ বিলিয়ন৷ বিশ্বের সবচেয়ে বেশি ধার্মিকরা বসবাস করেন সাহারার দক্ষিণাঞ্চলে৷

সেনেগালের ৯৮ শতাংশ মানুষই মনে করেন, ধর্ম তাদের জীবনে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ' ভূমিকা পালন করছে৷ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের ৭৫ শতাংশ মানুষ একই ধরনের ধর্ম বিশ্বাসের অনুসারী৷ জীবনে ধর্মের প্রভাবকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন ৬০ শতাংশ লেবাননের নাগরিক৷ রাশিয়ার ক্ষেত্রে এই সংখ্যাটি ৪৪ শতাংশ, আর আলবেনিয়ায় মাত্র ১৫ শতাংশ মানুষ এধরনের ধর্ম বিশ্বাস ধারণ করেন৷

পিউ রিসার্চ'এর গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার ৯৯ শতাংশ মুসলমানই রমজান মাসে রোজা পালন করেন৷ অথচ এশিয়ার কেন্দ্রীয় অঞ্চলের মুসলমানদের মধ্যে রোজা পালনের প্রবণতা দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় অর্ধেক৷ যাকাত প্রদানের ক্ষেত্রেও এগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানরা৷ সেঞ্চলের ৯৩ শতাংশ মানুষ তাদের সম্পদের ২.৫ শতাংশ যাকাত হিসেবে প্রদান করে থাকেন৷

প্রতিবেদন: রায়না ব্রাওয়ার / এআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য