নতুন খতনা আইন – DW – 26.09.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন খতনা আইন

২৬ সেপ্টেম্বর ২০১২

খতনা নিয়ে কোলন শহরের একটি আদালতের রায় নিয়ে জার্মানিতে বিতর্ক তৈরি হয়েছিল৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকেও এ নিয়ে বক্তব্য রাখতে হয়েছে৷ এবার বিতর্ক প্রশমনের চেষ্টা করছে জার্মানি৷

https://p.dw.com/p/16Emz
ছবি: AP

গত জুন মাসে কোলন শহরের একটি আদালত ঐ অঞ্চলের কিশোরদের খতনা করা যাবে না বলে রায় দেয়৷ তবে বড়দের তাদের অনুমতি নিয়ে মুসলমানি করানো যাবে বলেও জানিয়েছিল আদালত৷

এই রায় নিয়ে পরবর্তীতে শুরু হয় বিতর্ক৷ কেননা জার্মানিতে প্রায় চল্লিশ লক্ষ মুসলমানের বাস৷ এছাড়া রয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার নিবন্ধনকৃত ইহুদি৷ মুসলমানদের পাশাপাশি ইহুদিদের মধ্যেও খতনা বিষয়টি প্রচলিত৷

সাবেক নাৎসি আমলে ইহুদি নিধনের কারণে বর্তমানে জার্মানিতে ইহুদি সংক্রান্ত যে কোনো কিছুই বেশ স্পর্শকাতর৷ তাই ঐ রায়ের পর চ্যান্সেলর ম্যার্কেল বলেন, জার্মানিতে যদি ইহুদিদের তাদের ধর্মীয় রীতি পালন করতে দেয়া না হয় তাহলে বাইরের বিশ্বের কাছে জার্মানি হাসির পাত্রে পরিণত হবে৷

Merkel Bundestag nach ESM Entscheidung
বিতর্ক প্রশমনে কথা বলতে হয়েছে ম্যার্কেলকেওছবি: Reuters

বলা বাহুল্য, জার্মানিতে বসবাসরত অনেক মুসলমানের মধ্যেও কোলন আদালতের ঐ রায় নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল৷

তবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জার্মান সরকার খতনাকে বৈধ দিতে তড়িঘড়ি করে একটি আইনের খসড়া তৈরি করেছে৷ সেটা বিভিন্ন রাজ্য সরকারের কাছে পাঠানোও হয়েছে৷ এ সপ্তাহেই বিশেষজ্ঞদের সঙ্গে সম্ভাব্য আইনের খসড়াটি নিয়ে আলোচনা হবে৷ আর তারপর সেটা পাসের ব্যবস্থা করা হবে৷

আইনের খসড়ায় বলা হয়েছে চিকিৎসকরা শিশুদের খতনা করাতে পারবেন৷ অবশ্য ছয়মাসের কম বয়সি শিশুদের ক্ষেত্রে ‘মোহেল'দের দিয়েও খতনা করানো যেতে পারে৷ উল্লেখ্য, মোহেল হচ্ছেন ইহুদি মতে, খতনা করানোয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি৷

খতনা শুরুর আগে সর্বোচ্চ ব্যথানাশক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে আইনের ঐ খসড়ায়৷ এছাড়া কী প্রক্রিয়ায় খতনা করা হবে, সে সম্পর্কে শিশুর বাবা-মাকে বিস্তারিত জানাতে হবে৷

জার্মানির বিচার মন্ত্রণালয় এই খসড়াটি তৈরি করেছে৷ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবা-মার যে সাংবিধানিক অধিকার রয়েছে সেটা লক্ষ্য রেখে খসড়াটি তৈরি করা হয়েছে৷ এছাড়া এ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও বিবেচনায় নেয়া হয়েছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য