কোহলি হারালেন বলিউডকে – DW – 20.12.2019
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোহলি হারালেন বলিউডকে

২০ ডিসেম্বর ২০১৯

এই প্রথম এক ক্রিকেটার বলিউড তারকাদের ছাপিয়ে এক নম্বরে উঠে এলেন৷ ফোর্বস ইন্ডিয়ার একশ’ ভারতীয় তারকার তালিকায় প্রথম স্থানে বিরাট কোহলি৷

https://p.dw.com/p/3V7hm
ছবি: AFP/D. Sarkar

বলিউডকে পিছনে ফেলে দিল ক্রিকেট৷ অক্ষয়, অমিতাভ, শাহরুখ, সলমন, আমিরদের হারিয়ে দিলেন বিরাট কোহলি৷ ফোর্বস ইন্ডিয়া ভারতের প্রথম একশো তারকার যে তালিকা প্রকশ করেছে, তাতে এক নম্বরে ভারতীয় ক্রিকেট অধিনায়ক৷ ২০১৮ র অক্টোবর থেকে ২০১৯ এর ৩০ সেপ্টেম্বরের সময়সীমায় আয় ও খ্যাতির পরিমাপে এক নম্বরে বিরাট কোহলি৷ এর পাশাপাশি আরেকটি কৌতূহলকর তথ্যও উঠে এসেছে তাদের তালিকায়৷ তা হল, সলমন, শাহরুখদের পিছনে ফেলে বলিউড তারকাদের মধ্যে এক নম্বরে অক্ষয় কুমার৷

তবে এ বার তালিকা তৈরির ক্ষেত্রে দুটি মাপদণ্ড নিয়েছে ফোর্বস৷ এক, তারকাদের আয়৷ দুই, তাঁদের খ্যাতির পরিমাপ৷ খ্যাতির পরিমাপ করা হয়েছে সামাজিক মাধ্যমে তাঁদের জনপ্রিয়তা এবং সংবাদমাধ্যমে তাঁদের উপস্থিতির নিরিখে৷ আর তাতেই   ২৫২ কোটি ৭২ লাখ টাকা আয় করে এক নম্বরে বিরাট৷ বিলউড তারকা অক্ষয় কুমার অবশ্য বিরাটের থেকে বেশি আয় করেছেন, ২৯৩ কোটি ২৫ লাখ টাকা৷ কিন্তু সামগ্রিকভাবে বিরাটের কাছে পিছিয়ে পড়েছেন৷

ফোর্বসের তালিকায় আরও কয়েকটি চমক আছে৷ এই প্রথমবার দুই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট প্রথম দশের মধ্যে আছেন৷ আরেকটি চমকপ্রদ তথ্য হল, অবসর নেওয়ার ছ-বছর পরেও শচিন তেন্ডুলকরের প্রথম দশে৷ গত এক বছরে তাঁর আয়ের পরিমাণ ৭৭ কোটি টাকা৷ তেন্ডুলকরের জনপ্রিয়তা

এখনও বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করার পক্ষে যথেষ্ট৷

বুড়ো হাড়ে এখনও ভেল্কি দেখাচ্ছেন অমিতাভ বচ্চন৷ তাঁর গত এক বছরের রোজগার বলিউডের খানেদের থেকেও বেশি৷ যদিও সলমন তিন নম্বরে আছেন ২২৯ কোটি ২৫ লাখ রোজগার নিয়ে, সেখানে চার নম্বরে থাকা অমিতাভ বচ্চনের রোজগার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা৷ এই এক বছরে মাত্র একটি সিনেমায় অভিনয় করা শাহরুখের আয় ১২৪ কোটি ৩৮ লাখ৷ রণবীর আছেন সাত নম্বরে, আয় ১১৮ কোটি ২০ লাখ৷ আট নম্বরে আলিয়া ভাট ৫৯ কোটি ২১ লাখ টাকা রোজগার করে৷ দীপিকা দশে, রোজগার ৪৮ কোটি৷

অজয়. দেবগন, আমির খান এবং ঋত্বিক রোশন প্রথম দশে ঠাঁই পাননি৷  ৯৪ কোটি আয় করে অজয় বারো নম্বরে, ৮৫ কোটি রোজগার করে আমির পনেরো নম্বরে এবং ৫৮ কোটি ৭৩ লাখ আয় করে ঋত্বিক আঠারো নম্বরে আছেন৷ একশো কোটি আয় করে রজনীকান্ত তোরো নম্বরে আছেন৷ একশর মধ্যে একমাত্র ফুটবলার হলেন ৮৫ নম্বরে থাকা সুনীল ছেত্রী৷ আর একমাত্র বঙ্গসন্তান হলেন ৯৫তে থাকা গল্ফার অনির্বাণ লাহিড়ী৷

ফোর্বসের হিসাব বলছে, গত বছরের তুলনয়া সামগ্রিকভাবে বিলউড তারকাদের আয় বাইশ শতাংশ বেড়েছে৷

জিএইচ/এসজি(ফোর্বস ইন্ডিয়া)