কৃষকের জন্য পাঁচ হাজার কোটি টাকা – DW – 12.04.2020
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃষকের জন্য পাঁচ হাজার কোটি টাকা

১২ এপ্রিল ২০২০

এবার কৃষি খাতের জন্য প্রণোদনা তহবিলের ঘোষণা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই তহবিল থেকে ক্ষুদ্র ও মাঝারি চাষিরা পাঁচ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন৷ 

https://p.dw.com/p/3anPM
ফাইল ছবিছবি: DW

শিল্প প্রতিষ্ঠানগুলোর পর এবার কৃষি খাতের জন্য তহবিল ঘোষণা করেছেন শেখ হাসিনা৷ পাঁচ হাজার কোটি টাকার ঋণ তহবিলেরপাশাপাশি আগামী বাজেটে সারে ভর্তুকি বাবদ নয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথাও জানিয়েছেন তিনি৷

গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

প্রধানমন্ত্রী বলেন,  ‘‘কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৫০০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করবে৷ শুধু কৃষি খাতের জন্যই এই ৫০০০ কোটি টাকার প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব৷’’

এই তহবিল ঋণ নিতে পারবেন শুধু গ্রাম অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি চাষিরা৷ শেখ হাসিনা বলেন, ‘‘তারা কৃষি, ফুল-ফল, মৎস্য চাষ, পোল্ট্রি, ডেইরি ফার্ম ইত্যাদি উৎপাদনে এখান থেকে সহায়তা পাবেন, যাতে করে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা, শুধু এই কৃষি খাতে দিচ্ছি, যাতে আমাদের উৎপাদন বৃদ্ধি পায়৷’’ 

পাশাপাশি বীজ ও চারা বিতরণে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে বলেও জানান তিনি৷ বলেন, ‘‘কিছুদিনের মধ্যে বোরো ধান উঠবে, কৃষক যেন এই ফসলের ন্যায্য দাম পায়, সেদিকে লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গতবছরের চেয়ে বেশি ধান চাল ক্রয় করবে৷ ২ লাখ মেট্রিক টন বেশি ক্রয় করবে, সেই উদ্যোগটা নেওয়া হয়েছে৷’’

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য