ডেল্টা সংস্করণ নিয়ে ইউরোপে দুশ্চিন্তা – DW – 18.06.2021
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেল্টা সংস্করণ নিয়ে ইউরোপে দুশ্চিন্তা

১৮ জুন ২০২১

ব্রিটেনের পর পর্তুগালেও করোনা ভাইরাসের ডেল্টা সংস্করণ নিয়ে উদ্বেগ বাড়ছে৷ তবে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের অনেক দেশ আপাতত বিধিনিষেধ শিথিল করার পথে এগোচ্ছে৷

https://p.dw.com/p/3v92a
ছবি: Christian Ohde/imago images

করোনা ভাইরাসের মারাত্মক ছোঁয়াচে ডেল্টা সংস্করণ ইউরোপের বিভিন্ন দেশে মাথাচাড়া দিতে শুরু করেছে৷ ব্রিটেনের পর ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশেও করোনায় আক্রান্তদের মধ্যে এই ভেরিয়েন্টের অনুপাত বেড়ে চলেছে৷ ফলে করোনা মোকাবিলায় গত কয়েক মাসের যাবতীয় সাফল্য ম্লান হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে৷ ইউরোপে টিকাদান কর্মসূচিতে কিছু অগ্রগতি হলেও ডেল্টা সংস্করণ ছড়িয়ে পড়ার আগে যথেষ্ট সংখ্যক মানুষের টিকার দুটি ডোজ পাবার সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিভাগের প্রধান করোনা ভাইরাস সম্পর্কে আবার সাবধান করে দিয়েছেন৷

বৃহস্পতিবার ব্রিটেনে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ প্রায় চার মাস পর আবার দশ হাজারের মাত্রা ছাড়িয়ে গেছে৷ নতুন করে আক্রান্তদের মধ্যে প্রায় ৯৫ শতংশই ডেল্টা সংস্করণ বহন করছে৷ ফলে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উপর চাপ এবং মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে৷ এখনো পর্যন্ত ব্রিটেনে তরুণরা যথেষ্ট টিকা না পাওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন৷ সরকার শুক্রবার থেকেই ১৮ বছরের বেশি সবার জন্য করোনা টিকা নেবার সুযোগ করে দিচ্ছে৷ সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা প্রোফেসর ক্রিস উইটি করোনা মহামারির নতুন ঢেউ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ ভারতে ডেল্টা ভেরিয়েন্ট মাথাচাড়া দেবার পর সেখানে ভ্রমণের উপর ঠিক সময়ে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ না চাপানোর কারণে ব্রিটেনের সরকারের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে৷

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতেও ডেল্টা সংস্করণের প্রসার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পর্তুগালের রাজধানী লিসবন আড়াই দিনের জন্য দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে৷ বৃহস্পতিবার আচমকা সংক্রমণের হার বেড়ে যাবার ফলে প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে৷ পর্তুগালে করোনা পরিস্থিতির অবনতির জন্য ডেল্টা ভেরিয়েন্টকে দায়ী করা হচ্ছে৷ উল্লেখ্য, কড়া পদক্ষেপ নিয়ে পর্তুগাল বসন্তকালে সংক্রমণের হার কমিয়ে এনে যথেষ্ট প্রশংসার পাত্র হয়েছিল৷

রাশিয়ার রাজধানী মস্কো থেকেও সংক্রমণের হার বাড়ার খবর পাওয়া যাচ্ছে৷ মাত্র কয়েক দিনের মধ্যে দৈনিক সংক্রমণের হার প্রায় ৩,০০০ থেকে ৭,০০০ ছুঁয়েছে৷ সেখানেও ডেল্টা অথবা অন্য কোনো ছোঁয়াচে সংস্করণকে পরিস্থিতির অবনতির জন্য দায়ী করা হচ্ছে৷

Infografik Karte Erfasste Fälle der Delta-Variante weltweit EN

ইউরোপের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণের হার বাড়ার আশঙ্কা সত্ত্বেও একের পর এক দেশ বিধিনিয়ম শিথিল করছে৷ ফ্রান্সে প্রকাশ্যে মাস্ক পরার নিয়ম প্রত্যাহার করা হয়েছে৷ প্যারিসের উপকণ্ঠে ডিজনিল্যান্ড প্রায় আট মাস পর দর্শকদের জন্য খোলা হয়েছে৷ অস্ট্রিয়া জুলাই থেকে নাইটক্লাব খোলার সিদ্ধান্ত নিয়েছে৷

জার্মানি ২৫শে জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলি থেকে করোনা টিকাপ্রাপ্ত মানুষদের প্রবেশের অনুমতি দিচ্ছে৷ তবে কোনো দেশ ‘ভাইরাস ভেরিয়েন্ট এরিয়া’ হিসেবে চিহ্নিত হলে সেই ছাড় পাওয়া যাবে না৷ বাকিরা টিকার চূড়ান্ত ডোজ নেবার ১৪ দিন পর থেকে পর্যটনসহ অন্যান্য উদ্দেশ্যে জার্মানিতে প্রবেশ করতে পারবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)