এবার মুনাফা বাড়াতে ‘মার্চেন্ডাইস’ বিক্রির পথে বলিউড – DW – 06.10.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মুনাফা বাড়াতে ‘মার্চেন্ডাইস’ বিক্রির পথে বলিউড

৬ অক্টোবর ২০১১

নতুন ছবি মুক্তি পেলে টিকিট বিক্রি, তার আগে গানের অ্যালবাম এবং সবশেষে ভিডিও বিক্রি করেই মুনাফা করে এসেছেন প্রযোজকরা৷ এবার সেই তালিকায় যোগ হচ্ছে আরও অনেক কিছু৷

https://p.dw.com/p/12mpq
NEW DELHI, June 2, 2011 Bollywood actor Shah Rukh Khan poses during a press conference to promote his upcoming film Ra. One in New Delhi, India, June 1, 2011. Ra. One is a Hindi science fiction superhero film. (/Stringer) (lyi)
‘রা-ওয়ান' ছবিতে কিং খানছবি: picture alliance / Photoshot

দ্রুত পরিবর্তনশীল এই যুগে সাফল্য পেলেও তা ধরে রাখা কঠিন৷ কোনো ছবি মুক্তি পেলে কত সপ্তাহ ধরে ‘হাউস ফুল' রয়েছে, আগে সেটা দেখেই ছবির সাফল্য নির্ণয় করা হতো৷ টিকিটের দাম বেশি ছিল না, ফলে যত বেশি দর্শক হলে যেতেন, মুনাফার মাত্রাও তার সঙ্গে তাল মিলিয়ে বাড়তো৷ আজ মাল্টিপ্লেক্স সিনেমা হলে টিকিটের দাম আকাশছোঁয়া৷  শুক্রবার ছবি মুক্তি পেলে শুধু প্রথম সপ্তাহান্তে ‘হাউস ফুল' থাকলেই অনেক টাকা উঠে আসে৷ তবে শুধু এই সাফল্যের উপর নির্ভর করতে প্রস্তুত নয় বলিউড৷ মুনাফা বাড়াতে প্রযোজকরা বেছে নিচ্ছেন এমন এক পথ, যা হলিউডের বেশ কিছু ছবির ক্ষেত্রে আগেই দেখা গেছে৷

Bollywood actor Amitabh Bachchan gestures at a press conference to promote his new movie " Bbuddah Hoga Terra Baap" in Ahmadabad, India, Thursday, July 7, 2011. (AP Photo/Ajit Solanki)
দ্রুত পরিবর্তনশীল এই যুগে সাফল্য পেলেও তা ধরে রাখা কঠিন, এমনকি বিগ বি’র জন্যও!ছবি: AP

শাহরুখ খানের ছবি ‘রা-ওয়ান' ছবির কথাই ধরা যাক৷ দীপাবলীর সময় মুক্তি পাচ্ছে এই ছবি৷ ভারতের নিজস্ব সুপারহিরো'কে নিয়ে তৈরি এই ছবির ভক্তদের জন্য বিক্রি করা হবে সুপারহিরো জি-ওয়ান'এর পুতুল, ভিডিও গেমস ইত্যাদি৷ থাকবে জলের বোতল, ফ্রিসবি, টুপিও৷ এমনকি ভিডিও ক্যামেরা, ছোট ল্যাপটপ ও ট্যাবলেট পিসি'ও বিক্রি করা হবে ‘রা-ওয়ান'এর ছাপ সহ৷ আর এক ছবি ‘শাদি অফ দ্য ডেড' এর কাহিনী ৭৬ পৃষ্ঠার সচিত্র বইয়ের আকারেও প্রকাশ করা হবে৷  হলিউড'এ ‘স্টার ওয়ার্স' সিরিজ বা অন্য অনেক ছবির ক্ষেত্রে বহুকাল আগেই ‘মার্চেন্ডাইস' বিক্রির এই প্রবণতা দেখা গেছে৷ দেরিতে হলেও সেই পথে যাত্রা শুরু করতে চায় বলিউড৷ ডিসেম্বরে শাহরুখ খানের ‘ডন ২' ছবির সচিত্র কাহিনীও বইয়ের আকারে প্রকাশিত হওয়ার কথা৷

A dvd of Bollywood actoress Katrina Kaif is sold at a roadside shop, selling dvd's of Bollywood films, in Kabul, Afghanistan, Wednesday, Nov. 25, 2009. (AP Photo/Mustafa Quraishi)
মুনাফা বাড়াতে প্রযোজকরা বেছে নিচ্ছেন এমন এক পথ, যা হলিউডের ক্ষেত্রে আগেই ছিল...ছবি: AP

ছবির বিপণনের নতুন এই ধারা ভারতের বাজারে কতটা সফল হবে, তা দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করে রয়েছেন প্রযোজকরা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান