ইউরোজোনের জন্য নতুন প্যাকেজের সম্ভাবনা – DW – 19.11.2014
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোজোনের জন্য নতুন প্যাকেজের সম্ভাবনা

১৯ নভেম্বর ২০১৪

ইউরোপের আঠারোটি দেশ নিয়ে গঠিত ইউরোজোনের অর্থনীতির অবস্থা ভালো নয়৷ কয়েকমাস ধরেই মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে অনেক কম অবস্থায় ঘোরাঘুরি করছে৷

https://p.dw.com/p/1DpHB
Symbolbild Europa Fahne unscharf
ছবি: picture-alliance/dpa

এ অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে সরকারি বন্ড কেনার কথা বলছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি৷ সোমবার ইউরোপীয় সংসদের সদস্যদের মুখোমুখি হয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি৷

তবে ইসিবির সম্ভাব্য এই পদক্ষেপ ইউরোজোনের অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ কেননা একই পদক্ষেপ গ্রহণ করেও জাপানের কেন্দ্রীয় ব্যাংক মন্দা এড়াতে পারেনি৷ সোমবারই দেশটি মন্দায় আক্রান্ত হওয়ার খবর দেয়৷

Mario Draghi EZB Sitzung am 04.09.2014
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগিছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি অবশ্য ইসিবির এমন সিদ্ধান্তের পক্ষে নয়৷ তারা মনে করে এর ফলে বাড়িত অর্থ অমিতব্যয়ী দেশগুলোর কাছে চলে যেতে পারে৷ তবে যু্ক্তরাষ্ট্র ও ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনীতি চাঙা রাখতে বন্ড কেনার মতো পদক্ষেপে জড়িত আছে৷

এদিকে, চলমান ইউক্রেন সংকটের কারণে নেয়া কিছু পদক্ষেপের প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে৷ সংকট সমাধানে ইউরোপ ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে৷ জার্মানিতে এর ফলে বিভিন্ন কাজের অর্ডারের পরিমাণ কমতে শুরু করেছে বলে জানা গেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য