ইউরোপে চাকরির বাজারে মন্দা – DW – 13.11.2011
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে চাকরির বাজারে মন্দা

১৩ নভেম্বর ২০১১

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা শেষ, কিন্তু চাকরি নেই৷ ইউরোপের অনেক দেশেই পরিস্থিতি এখন এমন৷ স্পেন কিংবা গ্রিসে বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে৷ ওদিকে, জার্মানি এবং অস্ট্রিয়ায় বেকারত্বের হার কম হলেও ‘ইন্টার্নশিপ’এর ফাঁদে তরুণরা৷

https://p.dw.com/p/139qM
চাকরির দাবিতে বিক্ষোভ দেখা যাচ্ছে ইউরোপের কিছু দেশেছবি: picture-alliance/dpa

আনা কখনোই মনে করতো না যে, লেখাপড়া শেষে খুব সহজেই চাকরি মিলবে৷ কিন্তু তাই বলে চাকরি পাওয়া যে এত কঠিন হবে, সেটা তিনি ভাবতে পারেননি৷ ২৬ বছর বয়সি এই রোমানিয়ার নাগরিক ভালো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন৷ ইংরেজি, ফরাসিসহ একাধিক ভাষায় পারদর্শী তিনি৷ কিন্তু তবুও যোগ্যতা অনুসারে একটি চাকরি এখনো পাওয়া যায়নি৷

চলতি বছরে ইউরোপ জুড়েই বেকারত্বের হার বেড়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের এক-পঞ্চমাংশের বেশি তরুণ-তরুণীর এখন কোন কাজ নেই৷ ফলে অনেকেই সীমাহীন ‘ইন্টার্নশিপ' কিংবা অনিচ্ছাসত্ত্বেও আরও শিক্ষা গ্রহণের দিকে ঝুঁকছেন৷ স্পেনের ক্রিস্টিনার কথাই ধরা যাক৷ তার দেশে বেকারত্বের হার বর্তমানে ৪৮ শতাংশ৷ ভাষা বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্নের পর ক্রিস্টিনা এখন সময় কাটাতে কারিগরি শিক্ষা গ্রহণ করছেন৷ সাধারণত উচ্চবিদ্যালয় শেষ করা শিক্ষার্থীরা এধরনের কারিগরি শিক্ষা গ্রহণ করে থাকে৷ কিন্তু সময় কাটাতে ক্রিস্টিনার মতো উচ্চশিক্ষিতরাও একই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করছেন৷

ইউরোপের অনেক তরুণ-তরুণীর অবস্থাই এখন আনা কিংবা ক্রিস্টিনার মত৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ হবার পরও উপযুক্ত চাকরি নেই৷ কেউ কেউ আবার বাধ্য হয়ে নিজের যোগ্যতার চেয়ে অনেক কম বেতনের চাকরি করছেন৷ সেই বেতন দিয়ে বাড়ি ভাড়াসহ অন্যান্য বিলও ঠিকভাবে পরিশোধ করা সম্ভব হচ্ছে না৷

NO FLASH Sitzung EU-Parlament
ইউরোপীয় সংসদ সচেতন এবং সচেষ্টছবি: picture-alliance/ dpa/dpaweb

জার্মানিতে বর্তমানে একটি প্রজন্মের কথা বলছেন বিশেষজ্ঞরা৷ সেটি হচ্ছে, ‘ইন্টার্নশিপ জেনারেশন'৷ এই প্রজন্ম লেখাপড়া শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে ‘ইন্টার্নশিপ' করছে, সেই কাজের যেন কোন নির্দিষ্ট সীমা নেই৷ বেতনেরও কোন ঠিক নেই৷

ইউরোপীয় সংসদের জার্মান সদস্য এমিলি টুরুনেন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু দেশে ইন্টার্নশিপের সংখ্যা ক্রমশ বাড়ছে৷

এমিলি চাচ্ছেন, ইন্টার্নশিপকে মূল শিক্ষার অন্তর্ভুক্ত করা হোক এবং এটি যেন বিনা বেতনের না হয়৷ যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে এই সুযোগ দেবে, তারা একইসঙ্গে সেই শিক্ষার্থীর ভরণপোষণের জন্য প্রয়োজনীয় অর্থেরও সংস্থান করবে৷

বলাবাহুল্য, ইউরোপে আর্থিক মন্দা সত্ত্বেও জার্মানি এবং অস্ট্রিয়ায় বেকারত্বের হার বেশ কম, অঙ্কের হিসেবে যথাক্রমে ৬.৯ এবং ৭.১ শতাংশ৷ বিশেষজ্ঞরা অবশ্য এখানে একটি ফাঁকির সন্ধান পাচ্ছেন৷ কেননা জার্মানি এবং অস্ট্রিয়ায় অনেক দীর্ঘ সময় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করতে পারে ছাত্রছাত্রীরা৷ আর তরুণদের বেকারত্বের হার নির্ধারণের ক্ষেত্রে ২৫ বছর বয়স পর্যন্ত গণ্য করা হয়৷ ফলে, যারা উচ্চশিক্ষা শেষ করার আগেই এই বয়স পেরিয়ে যাচ্ছেন তাদেরকে আর তরুণ বেকার হিসেবে গণ্য করা হচ্ছে না৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক