আবারও সংঘর্ষ, প্রাণহানি – DW – 03.03.2013
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও সংঘর্ষ, প্রাণহানি

আরাফাতুল ইসলাম (ডিপিএ, এএফপি)৩ মার্চ ২০১৩

বাংলাদেশের পুলিশ শনিবার ইসলামপন্থি প্রতিবাদকারীদের উপর গুলি চালিয়েছে৷ যুদ্ধাপরাধের দায়ে তাদের এক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে তারা৷ এসময় পুলিশের গুলিতে প্রাণ হারান কমপক্ষে দুই ব্যক্তি৷

https://p.dw.com/p/17pDi
Jamaat-e-Islami activists displayed tree trunks to block a road during a clash with the police in Gaibandha on February 28, 2013. At least 34 people were killed in Bangladesh in a wave of violence today as Islamists reacted furiously to a ruling that one of their leaders must hang for war crimes during the 1971 independence conflict. AFP PHOTO (Photo credit should read -/AFP/Getty Images)
ফাইল ফটোছবি: AFP/Getty Images

ঢাকায় স্থাপিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রথম রায় ঘোষণা করেন গত ২১ জানুয়ারি৷ যুদ্ধাপরাধের দায়ে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনালের বিচারকরা৷ সেই থেকে যুদ্ধাপরাধের বিচারের প্রতিবাদে চলমান আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ৫৬৷ পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি৷

নিহতের এই সংখ্যার মধ্যে ৪০ জন প্রাণ হারিয়েছেন গত তিনদিনে৷ বৃহস্পতিবার জামায়াতের সহ-সভাপতি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল৷ সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্মভিত্তিক নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ আদালতে প্রমাণ হয়েছে৷ কিন্তু রায় ঘোষণার পর সারা দেশে জামায়াত তাণ্ডব শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে৷

A Rapid Action Battalion (RAB) police officer shoots rubber bullets to demonstrators during a clash with Jamaat-e-Islami activists in Rajshahi on February 28, 2013. At least 34 people were killed in Bangladesh in a wave of violence today as Islamists reacted furiously to a ruling that one of their leaders must hang for war crimes during the 1971 independence conflict. AFP PHOTO (Photo credit should read -/AFP/Getty Images)
বাংলাদেশের পুলিশ শনিবার ইসলামপন্থি প্রতিবাদকারীদের উপর গুলি চালিয়েছে (ফাইল ফটো)ছবি: AFP/Getty Images

৭৩ বছর বয়সি সাঈদী হচ্ছেন তৃতীয় ব্যক্তি, যার বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল৷ যুদ্ধাপরাধের এই বিচার প্রক্রিয়াকে ইসলামপন্থিরা দেখছেন ভিন্নভাবে৷ তারা মনে করেন, এর মাধ্যমে পুরনো ঘটনার প্রতিশোধ নেওয়া হচ্ছে, ন্যয়বিচার করা হচ্ছে না৷

এদিকে, বাংলাদেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে শুক্রবার মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-ভারপ্রাপ্ত মুখপাত্র পেট্রিক ভেনট্রেল বলেন, ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া মৌলিক গণতান্ত্রিক অধিকার, তবে আমরা বিশ্বাস করি সহিংসতা কখনোই জবাব হতে পারে না৷''

তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, যুদ্ধাপরাধ এবং নৃশংসতা যারা করেছেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা গুরুত্বপূর্ণ৷ তবে এই বিচার প্রক্রিয়া হতে হবে অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ৷''

যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের একদিন পরই আবারো সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটলো বাংলাদেশে৷ বার্তাসংস্থা এএফপি'র দাবি, চট্টগ্রামে জামায়াতের সমর্থকদের উপর পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ ব্যক্তি৷ তবে জার্মান বার্তাসংস্থা ডিপিএ বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে দুই৷

পুলিশ জানিয়েছে, জামায়াত সমর্থকরা একটি মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে ও পুলিশের উপর পাথর এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করলে তারা পাঁচ রাউন্ড গুলি ছোড়েন৷ চট্টগ্রামের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম এই বিষয়ে এএফপিকে বলেন, ‘‘আমরা গুলি করতে বাধ্য হয়েছি৷ সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন৷ এছাড়া পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন৷''

উল্লেখ্য, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আরো কয়েকজন জামায়াত এবং বিএনপি নেতার বিচার প্রক্রিয়াধীন রয়েছে৷ তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, লুটতরাজসহ বিভিন্ন অভিযোগ রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য