হারিয়ে যাচ্ছে অরণ্য – DW – 26.04.2013
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারিয়ে যাচ্ছে অরণ্য

২৬ এপ্রিল ২০১৩

সারা বিশ্বে যে অরণ্যনিধন বা ডিফরেস্টেশন চলেছে, আজ তার গতি বেড়েছে৷ বিজ্ঞানীরা বলেন, ৫০ বছর আগেও পৃথিবীর স্থলভাগের ১৪ শতাংশ রেইনফরেস্টে ঢাকা ছিল৷ এখন সেটা কমে দাঁড়িয়েছে ৫ থেকে ৭ শতাংশে৷

https://p.dw.com/p/18O2f
ছবি: imago/Photoshot/Balance

প্যারাগুয়ের গ্র্যান চাকো, অর্থাৎ চাকো কাঁটাঝোপের জঙ্গল পৃথিবী বিখ্যাত৷ সেখানে যেমন গরম, তেমন আর্দ্রতা, তেমন পোকামাকড়, সব মিলিয়ে প্যারাগুয়ানরা সেই জঙ্গলকে বলে ‘‘সবুজ নরক''৷ গ্র্যান চাকো সমতলের সেই জঙ্গল দক্ষিণ অ্যামেরিকার ঐ প্রত্যন্ততম এলাকার বেশ কয়েকটা দেশ জুড়ে৷ সমস্যা এই যে, প্রতিবেশি ব্রাজিলের ক্যাটল ব়্যাঞ্চার বা খামারচাষিদের নজর পড়েছে প্যারাগুয়ের এই চাকো অরণ্যের উপর৷ তাদের দরকার গরু চরানোর জমি৷ এই সব ব়্যাঞ্চার আর তাদের হাজার হাজার গরুর পাল গত পাঁচ-ছ' বছরের মধ্যে চাকো জঙ্গলের দশ শতাংশ সাবাড় করে দিয়েছে৷ সাধে কি প্যারাগুয়েকে বলে ডিফরেস্টেশন চ্যাম্পিয়ন!

Bäume Abholzung Brandrodung von Regenwald NO FLASH
গাছপালা কেটে সর্বনাশ ডেকে আনছে মানুষছবি: picture-alliance/OKAPIA KG,Ge

তবে প্যারাগুয়ের রেইনফরেস্ট ধ্বংস হওয়ার কাহিনি শুধু একা প্যরাগুয়ের নয়৷ বন কেটে বসত, জঙ্গল কেটে চাষ-আবাদের জমি, আবাসন প্রকল্প, বাংলাদেশেও কম অরণ্যনিধন হয়নি৷ শুধু তাই নয়, এখনও হয়ে চলেছে এ ঘটনা৷ সাধারণ পরিভাষায় যাকে ইন্দা-বর্মা অঞ্চল বলা হয়, সেখানে এখন মাত্র ৫ শতাংশ রেইনফরেস্ট; আর বাংলাদেশে ছয় শতাংশ৷

পরিবেশ বিজ্ঞানীরা বলেন, পরিবেশগত ভারসাম্যের জন্য একটি দেশের ২৫ শতাংশ জমি বনজঙ্গলে ঢাকা থাকা উচিত৷ বাংলাদেশের ক্ষেত্রে সেটা ৬ শতাংশ৷ দেশের প্রায় ৫০ শতাংশ বনভূমি গত ২০ বছরে বিনষ্ট হয়েছে৷ ঢাকা, ময়মনসিং, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সর্বত্রই এক দৃশ্য৷ টাঙ্গাইল৷ পার্বত্য চট্টগ্রামে আছে ঝুমচাষ আর সেই সঙ্গে কচি গাছ কেটে কালোবাজারে বিক্রি৷ রবার চাষের জন্যে জঙ্গল কেটে রবার গাছ বসানো হয়৷ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, যেমন সাতখিরা কিংবা কক্সবাজারে, চিংড়ি মাছের চাষ৷ সব মিলিয়ে বাংলাদেশে ডিফরেস্টেশন চলেছে বছরে ৩ দশমিক ৩ শতাংশ হারে৷

এসি/ডিজি