হরতাল পালন – DW – 18.12.2012
  1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল পালন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ ডিসেম্বর ২০১২

হরতাল, অথচ কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি৷ যানবাহনের অভাবে মানুষের ভোগান্তি হয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক ছিল না৷ ছিল এক ভিন্ন চিত্র৷ তাই সরকারের বিরুদ্ধে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী হরতালকারীদের অভিনন্দন জানান৷

https://p.dw.com/p/174aS
ছবি: Harun Ur Rashid

ঢাকার রাজপথে বসে বাদ্যযন্ত্র নিয়ে গানে গানে হরতালে একাত্ম হওয়ার আহ্বান পিকেটারদের৷ তাঁদের হাতে দেখা যায়নি কোনো আগ্নেয়াস্ত্র, লাঠি বা ককটেল-বোমা৷ হাতে ছিল জাতীয় পতাকার সঙ্গে দলীয় লাল পতাকা৷

ঢাকার পল্টন থেকে শাহবাগ৷ মিরপুর থেকে কারওয়ন বাজার৷ গাবতলি থেকে সয়েদাবাদ – সব খানেই এই একই দৃশ্য৷ শান্তিপূর্ণ হরতাল৷ পুলিশ বেশ কয়োকটি রাস্তায় ব্যারিকেড দিলেও, তাতে পিকেটারদের মধ্যে কোনো উত্তেজনা ছিল না৷ তাঁরা ব্যারিকেডের মধ্যে হারতালের সমর্থনে মিছিল করে, দেয় স্লোগান৷ রাস্তায় যান্ত্রিক যানবাহন তেমন চলেনি৷ দূর পাল্লার যানবাহনও করেনি চলাচল৷ তবে রিকশা ছিল নগরজুড়ে৷ আর যানবাহন চলাচলে বাধা দেয়া হলেও ভাঙচুর করা হয়নি৷ বরং তাদের গতিপথ বদলে গ্যারেজে পাঠিয়ে দেন পিকেটাররা৷ যানবাহন না পেয়ে রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি থাকলেও ছিল না আতঙ্ক৷

ঢাকার বাইরেও সারা দেশে একইভাবে হরতাল পালন করা হয়েছে৷ সিপিবি-র সাধারণ সম্মাদক সৈয়দ আবু জাফর আহমেদ জানান, সহিংসতা আর ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের সাম্প্রতিক যে প্রবণতা – তা থেকে বেরিয়ে আসতে হবে৷ আর বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান জানান, জনগণের সমর্থন নিয়ে শান্তিপূর্ণভাবেই তাঁরা দাবি আদায় করতে চান৷

হরতালে দোকান-পাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তেমন খোলেনি৷ বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানও৷ এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর শান্তিপূর্ণভাবে হরতাল করায় হরতাল আহ্বানকারীদের অভিনন্দন জানিয়েছেন৷ শুধু তাই নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হরতালের এই রীতি অনুসরণের আহ্বানও জানিয়েছেন তিনি৷

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি - সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল - বাসদ এবং বাম মোর্চা জামায়েত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে মঙ্গলবারের এই অনবদ্য, শান্তিপূর্ণ হরতাল পালন করলো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য